কলকাতা: কবীর সুমনের গলায় মাখানে আবেগ। আর কানে যখন বাজছে সেই ভরাট গলা, তখন পর্দায় ভেসে উঠছে স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta) আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) সেই রসায়ন। মুক্তি পেল 'বেলাশুরু'-র টাইটেল ট্র্যাক। গোটা গান জুড়েই দেখা গেল সম্পর্কের অম্লমধুর গল্প। আর পর্দায় উজ্জ্বল হয়ে রইল সেই কিংবদন্তি জুটি। শেষবারের জন্য। 


শুধু পর্দার দৃশ্য নয়, সদ্য মুক্তি পাওয়া ভিডিওতে উঠে এল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সঙ্গে অভিনেতা অভিনেত্রীদের রসায়ন। গানের ঝলক শুরু হয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ও স্বাতীলেখার সেনগুপ্তের (Swatilekha Sengupta) ছবি দিয়ে। একে অপরের সঙ্গে কথা বলছেন, হাসছেন তাঁরা। এরপর নিজেদের মতো করে ফুটে উঠেছে বিভিন্ন জুটির রসায়ন। সেতারে মগ্ন সুজয়প্রসাদের (Sujoyproshad) পিঠে মাথা রাখছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। মনামী ঘোষ (Monami Ghosh), অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee), অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) ও খরাজ বন্দ্যোপাধ্যায়ের (Khoraj Mukherjee) রসায়নও অমলিন।


বুধবার সকালে মুক্তি পাওয়া এই গানের ঝলক মন ছুঁয়েছে সবারই। এই গানের দায়িত্বে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee), প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (Probuddha Banerjee) ও কবীর সুমন (Kabir Suman)। গোটা ছবির গানের সঙ্গীত পরিচালনার দায়িত্বেই অবশ্য রয়েছেন অনিন্দ্য। আর কবীর সুমনের গাওয়া 'বেলাশুরু' -র টাইটেল ট্র্যাক তাঁর কাছে একটু বিশেষ হয়ে থাকল বৈকি!


আরও পড়ুন: Saayoni Ghosh: বিমলার বেশে সায়নী, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনলেন লুক


আজ মুক্তি পাওয়া সম্পূর্ণ গান ইতিমধ্যেই মন ছুঁয়েছে দর্শকদের। 'বেলাশুরু' -র বাকি গানেদের দৌড়ে নাম লেখাল 'বেলাশুরু'-র টাইটেল ট্র্যাকও। ইউটিউবে মুক্তি পাওয়া এই গানের ভিউয়ার্স সংখ্যা বাড়তে ইতিমধ্যেই।


ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে 'বেলাশুরু'-র মুক্তি পাওয়া দুটি গান। 'সোহাগে আদরে' ও 'টাপা টিনি'। সদ্যই নন্দন চত্বরে মহা সমারোহে মুক্তি পেয়েছিল উইন্ডোজ প্রযোজিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত 'বেলাশুরু'-র (Belashuru)  দ্বিতীয় গান 'ইনি বিনি টাপা টিনি'। খালি পায়ে নন্দন চত্বরেই সেই গানের তালে নেচেছিলেন মনামী ঘোষ (Monami Ghosh), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) ইন্দ্রাণী দত্তরা (Indrani Dutta)।


সদ্য মুক্তি পাওয়া গান প্রশ্ন রেখে যায়, খেলা শেষ না কি 'বেলাশুরু'?