কলকাতা:  'মনে হচ্ছে যেন বাপিকে ছুঁয়ে দেখলাম'। 'বেলাশুরু' নিয়ে আবেগে ভেসেছে বাঙালি, তবে তাঁর ক্ষেত্রে এই আবেগ কিছুটা বেশিই। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসু (Paulomi Basu)। পর্দায় ছবি মুক্তির পরে তাঁর মনে হয়েছিল, যেন তিনি তাঁর বাবাকে ছুঁয়ে দেখতে পারছেন। 


আজ উইন্ডোজ-এর তরফ থেকে একটি ভিডিও শেয়ার করে নেওয়া হয়েছে। সেখানে পৌলমী বলছেন, 'এক ভালো লেগেছে ছবিটা দেখে যে মাঝেমধ্যেই চোখ ভিজে যাচ্ছিল। অ্যালজাইমার্স নিয়ে যে একটা গোটা ছবি ব্যবহার করা হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ। পর্দায় বাবাকে দেখে মনে হচ্ছিল যেন ছুঁয়ে দেখতে পাচ্ছি। ওঁর অভিনয় এত সূক্ষ আর এতটাই দর্শকদের কাছাকাছি যায়, মানুষের প্রাণ ছুঁয়ে যায় যে... পর্দায় যাঁকে দেখছি মনে হচ্ছিল তিনি বিশ্বনাথ সরকারই, আমার বাবা নন। আর তেমনই লেগেছে স্বাতীলেখা কাকিমার অভিনয়। কয়েকটা দৃশ্যে যেন আমার গায়ে কাঁটা দিচ্ছিল। আমার মনে হচ্ছিল, ২ জনকে আমরা পর পর হারিয়ে ফেললাম, আমাদের সিনেমা সম্পর্কে কতকিছু জানা বাকি রয়ে গেল। এই ছবিতে আমাদের খিদে পূরণ করবে। উনি এই বয়সে একটা রোম্যান্টিক চরিত্রে অভিনয় করছেন কিন্তু সেটা এতটুকুও দৃষ্টিকটু নয়। এত মার্জিত, এত সাবলীল অভিনয়.. এই ছবিটা একটা উদাহরণ যে এই বয়সেই একটা রোম্যান্টিক হিরোর অভিনয় করা যায়।'



গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'বেলাশুরু'। সদ্যই 'আমূল' নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ক্রিয়েটিভ পোস্ট করে। 


আরও পড়ুন: ২৭ মে গোটা দেশে মুক্তি পাচ্ছে 'বেলাশুরু', শুভেচ্ছা জানালেন ভাগ্যশ্রী, আরবাজ


'বেলাশুরু'র বিখ্যাত পোস্টার সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chattopadhyay) বসে স্বাতীলেখা সেনগুপ্তের (Swatilekha Sengupta) চুল আঁচড়ে দিচ্ছেন। প্রয়াত দুই কিংবদন্তি তারকাকে সম্মান জানিয়ে তাঁদের সেই পোস্টারকেই রিক্রিয়েট করা হয়েছে আমূলের তরফে। তাতে 'আমূল ফ্লেভার' যোগ করতে স্বাতীলেখা সেনগুপ্তের সামনে আয়না ধরেছে 'আমূল গার্ল'। 


পোস্টের ওপরে লেখা, 'এই "বেলা" কখনও শেষ হবে না... আমূল, স্বাদ এর থেকে "শুরু"...'। ছবির ক্যাপশনে লেখা, 'বেলাশুরু, সিনেমাটি শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শ্রীমতি স্বাতীলেখা সেনগুপ্তের কামব্যাক তুলে ধরেছে- ভারতীয় চলচ্চিত্রে এই প্রথমবার কোনও সিনেমার উভয় প্রধান অভিনেতা ও অভিনেত্রী মারা গেছেন।'