কলকাতা: আগুন ধরে গিয়েছে গায়ের ওড়নায়, ঘরময় ধোঁয়া। ছুটতে ছুটতে ঘরে ঢুকলেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ওরফে পর্দার বিশ্বনাথ।সযত্নে স্ত্রীকে আগুন থেকে বাঁচিয়ে বের করে আনলেন রান্নাঘর থেকে। বোঝাতে বোঝাতে বললেন, 'আরতি.. আমাদের লাঞ্চ হয়ে গিয়েছে..'। ছবির পর্দায় এই দৃশ্য দেখে কেঁপে উঠেছিলেন অনেকেই। কিন্তু এই কঠিন শটের পিছনের গল্প? 'বেলাশুরু' (Belashuru) মুক্তির পরে প্রযোজনা সংস্থা উইন্ডোজ-এর তরফ থেকে প্রকাশ্যে আনা হল আগুনের দৃশ্য শ্যুটিংয়ের নেপথ্য গল্প। 

Continues below advertisement

৮৫ আর ৭২ বছরের দুই অভিনেতা অভিনেত্রী আগুনের সামনেও কী নির্ভীক, কী নিখুঁত। শট দেওয়ার আগে কেবল মৃদুস্বরে স্বাতীলেখা (Swatilekha Sengupta) বললেন, ঠিক সময় মতো ওড়নাটা টেনে নিও কিন্তু। তারপর স্মৃতিচারণা করলেন, আগুনের সঙ্গে দুর্ঘটনা ঘটে গিয়েছিল তাঁরও। পুড়ে গিয়েছিল শরীরের অনেকটা অংশ। আর পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়? তিনি ততক্ষণে সৌমিত্র চট্টোপাধ্যায়কে শোনাচ্ছেন শ্যুটিংয়ের সময় আগুন নিয়ে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা।

শট শুরু হল.. গ্যাসের আগুনে পুড়ে যাচ্ছে স্বাতীলেখার গায়ে থাকা ওড়না। হুঁঁশ নেই... বিভোর চোখে জানলার বাইরে চেয়ে অভিনেত্রী। ছুটে এলেন সৌমিত্র.. আলো নিভে এল স্ক্রিনের। কেবল শোনা গেল, 'শটটা আমরা পেয়েছি।'

Continues below advertisement

আরও পড়ুন: 'Drugs on cruise' case Timeline : একাধিকবার জামিন খারিজ, শেষমেশ ক্লিনচিট আরিয়ানকে ; টাইমলাইনে কর্ডেলিয়া ক্রুজ মাদক মামলা

সদ্যই মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের (Nandita Roy) ছবি 'বেলাশুরু' (Belashuru)। ইতিমধ্যেই প্রায় দেড় কোটিরও বেশি আয় করে ফেলেছে এই ছবি। এদিন সোশ্যাল মিডিয়ায় 'বেলাশুরু' ছবির স্মৃতিচারণা করে একটি ভিডিও পোস্ট করেছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। ভিডিওটি 'বেলাশুরু'র শ্যুটিংয়ের শেষ দিন ট্রেনে ফেরার সময়ের। সেই ভিডিওতে কবিতা বলতে দেখা যাচ্ছে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে (Soumitra Chatterjee)। 

সদ্য নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, 'বেলাশুরু শ্যুটিংয়ের শেষ দিন। ট্রেনে ফেরা। স্মৃতির অ্যালবাম'। ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনে ছবির অন্যান্য কলাকুশলীদের কবিতা শোনাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আর মুগ্ধ হয়ে শুনছেন সকলে।