কলকাতা: সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় টলি তারকা যশ দাশগুপ্ত। ইনস্টাগ্রামে মাঝে মধ্যেই নানান ধরনের ছবি পোস্ট করতে দেখা যায় তাঁকে। সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কিছু ফটোশ্যুটের ছবি পোস্ট করেছেন অভিনেতা। সাদা টি-শার্টের ওপর ডেনিম জ্যাকেট। মুখে এসে পড়ছে হালকা রোদ আর চোখে সানগ্লাস। এমন লুক দেখে এমনিতেই অনুরাগীদের কমেন্টের বন্যা তাঁর পোস্টে। এবার সেই তালিকায় কার নাম জুড়ল জানেন? যশ দাশগুপ্তের ছবিতে তাঁর লুকের প্রশংসা করলেন অপর বিখ্য়াত অভিনেতা রোহিত রায়।


 






এই লুকের তিনটি ছবি পোস্ট করেছেন যশ। তার একটির ক্যাপশনে তিনি লেখেন, 'নিজের মনে যেটা ঠিক বলে মনে করছ সেটাই করো, কারণ যাই হয়ে যাক লোকে তোমার সমালোচনা করবেই।' এমন ক্যাপশন কাদের উদ্দেশে লিখেছিলেন তা বোঝা না গেলেও ছবিতে নজর কাড়ছেন অভিনেতা। সেখানেই কমেন্ট করলেন রোহিত রায়। লিখেছেন, 'নিশ্চিতভাবে তুমি এখন কলকাতার সবচেয়ে সুন্দর দেখতে অভিনেতা। মোর পাওয়ার টু ইউ চ্যাম্প!' রোহিত রায়ের প্রশংসা সূচক কমেন্টের উত্তরে ধন্যবাদ জানাতে ভোলেননি অভিনেতা যশ দাশগুপ্ত। 


এখানেই শেষ নয় কথোপকথন। যশের পোস্টে ফের রোহিতের মন্তব্য, 'আমি আরও বলতে চেয়েছিলাম...গোটা দেশে না হলেও অন্তত কলকাতায় তো বটেই...কিন্তু তারপর ভাবলাম আমার বলিউডের বন্ধুরা আপসেট হয়ে যাবে। ভাল থেকো।' যশের লাজুক উত্তর, 'সেটা একটু বেশি হয়ে যাবে...কিন্তু তোমাকে আবারও ধন্যবাদ...আর তোমার সাংঘাতিক ট্রান্সফর্মেশনের দ্বারাও আমি খুব ইন্সপায়ার্ড। চিয়ার্স!'


দুই অভিনেতার এমন বন্ধুসুলভ আলাপচারিতায় মুগ্ধ অনুরাগীরা। অনেকেই রোহিত রায়কে ধন্যবাদ জানিয়েছেন তাঁদের পছন্দের অভিনেতার প্রশংসা করার জন্য।