কলকাতা: সদ্য ২৪ ডিসেম্বর সিনেমাহলে মুক্তি পেয়েছে টলিউড অভিনেতা দেবের ছবি 'টনিক' (Tonic)। প্রথম থেকেই বক্স অফিস কালেকশনে যে ভালো প্রভাব ফেলতে শুরু করেছে 'টনিক', তা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানিয়েছেন দেব (Dev)। করোনা পরবর্তী সময়ে যখন টিকিট কেটে দর্শকের সিনেমাহলে গিয়ে ছবি দেখার ক্ষেত্রে একটা আশঙ্কা থেকেই যায়, সেই পরিস্থিতিতেও হাউজফুল হচ্ছে 'টনিক'-এর শো। নতুন ছবির সাফল্যের মাঝেই আগামী ছবির ঘোষনা করে ফেললেন অভিনেতা।
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমাহল। ফলে ছবির ব্যবসায় বেশ ক্ষতিও হয়েছে। সরকারের ঘোষণা সিনেমাহল খুললেও আগের মতো ব্যবসা হচ্ছে না। তারই মধ্যে আশার আলো দেখিয়েছে বাংলা ছবি 'টনিক'। জন্মদিনের আগের দিনই মুক্তি পায় বাংলা ছবির সুপারস্টার দেবের নতুন ছবি 'টনিক'। মুখ্য চরিত্রে দেব ছাড়াও রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। দুটো আলাদা প্রজন্মের দুই তারকার মেলবন্ধনে 'টনিক' যেন দর্শকের কাছেও 'টনিক'-এর কাজ করেছে। এই ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শকুন্তলা বড়ুয়া, রজতাভ দত্ত এবং আরও অনেক অভিনেতারা। 'টনিক'-এর সাফল্যে যখন আপ্লুত দেব, তখন নতুন বছরের প্রথম দিনই আগামী ছবির ঘোষণা করে দিলেন 'পাগলু'।
আরও পড়ুন - New Year 2022: বর্ষবরণ কীভাবে উদযাপন করলেন বিরুষ্কা থেকে নিক-প্রিয়ঙ্কা?
এদিন নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে ছবি শেয়ার করে আগামী ছবির ঘোষণা করলেন দেব। অভিনেতার আগামী ছবির নাম 'প্রজাপতি' (Prajapoti)। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দেব এদিন অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'প্রত্যেককে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমরা ফের আসছি ২০২২-এর ২৩ ডিসেম্বর আমাদের স্বপ্নের প্রোজেক্ট নিয়ে।' ছবিটি যে এই বছর ২৩ ডিসেম্বর মুক্তি পাবে, তা অভিনেতার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু ছবির শ্যুটিং কবে শুরু হবে কিংবা কে কে অভিনয় করবেন, তা এখনও খোলসা করেননি দেব। তা জানতে এখনও অপেক্ষা করতে হবে অনুরাগীদের। দেবের নতুন বছরের প্রথম দিনের নতুন ছবির ঘোষণায় খুশি অনুরাগীরা।