কলকাতা: দীপাবলির আলো জ্বলে ওঠার আগেই দুঃসংবাদ। শোকের ছায়া টলিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের পরিবারে। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রীর মা সঙ্গীতা মুখোপাধ্যায়। গতকাল গভীর রাতে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। 


ঠিক কী হলেছিল নায়িকার মায়ের? সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। কিডনি প্রতিস্থাপনও হয়েছে বেশ কয়েকদিন আগেই। এছাড়া আরও কিছু শারীরিক সমস্যা ছিল বলেও জানা যাচ্ছে। গত ২৩ অক্টোবর, সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মূলত কিডনির সমস্যার জন্যই ভর্তি হন। এরপর ফুসফুসেও সংক্রমণ ধরা পড়ে। কিন্তু, প্রিয়জনেদের শত প্রার্থনা, চিকিৎসকদের শত চেষ্টাকে ব্যর্থ করে শুক্রবার গভীর রাতেই না ফেরার দেশে পাড়ি দিলেন সঙ্গীতা মুখোপাধ্যায়। কঠিন সময়ে শোকস্তব্ধ কৌশানির পাশে রয়েছেন বন্ধু বনি সেনগুপ্ত।


 





প্রসঙ্গত, ২০১৫ সালে রাজ চক্রবর্তীর হাত ধরে সিনে দুনিয়ায় পা রেখেছিলেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। প্রথম ছবি 'পারব না আমি ছাড়তে তোকে'। এরপর 'কেলোর কীর্তি', 'তোমাকে চাই', 'হইচই আনলিমিটেড', ইত্যাদি একাধিক সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাঁকে। শুধু অভিনয় জগতেই নয়, সম্প্রতি কৌশানি পা রেখেছেন রাজনীতিতেও। ২০২১ সালেই তৃণমূল শিবিরে যোগদান করেন তিনি। এরপর একুশের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়েন তিনি। যদিও মুকুল রায়ের বিরুদ্ধে লড়ে ভোটে হার হয় তার। 


আরও পড়ুন: Yusuf Husain Passes Away: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ইউসুফ হোসেন, স্মৃতি রোমন্থন চিত্র পরিচালক হংসল মেহতার