ঋতুপর্ণা জানান, সাইকেল ঘোরানোর সময় কোনওভাবে কব্জিটা ঘুরে যায়। ডান হাতের আঙুলে চোট পেয়েছেন তিনি। ব্যথাও আছে বেশ।
বুধবার এবিপি আনন্দকে তিনি জানান, ডাক্তার দেখিয়েছেন, হাড় ভাঙেনি, জানিয়েছেন ঋতু। আকুপাংচার চলছে।
লকডাউনে খোশ মেজাজেই ছিলেন তিনি। প্রকাশ্যে এনেছেন তাঁর ইউটিউব চ্যনেলও।
সম্প্রতি ঋতুপর্ণা ট্যুইটারে শেয়ার করেন তাঁর একটি মাস্ক পরা মুখের স্কেচ। ছবিটি সোমনাথ নামে এক ব্যক্তির আঁকা। ছবিটি শেয়ার করে তিনি লেখেন, মাস্ক পরাটা প্রয়োজনীয়তা, শুধু দায় হিসেবে ভাবলে হবে না।