কলকাতা: দুর্গাপুজোয় মেতে উঠেছে সমস্ত বাঙালিরা। প্রত্যেকদিন নতুন নতুন সাজে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টে কেবল সাধারণ মানুষই নন, করছেন অভিনেতা-অভিনেত্রীরাও। সম্প্রতি দুর্গাপুজো নিয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি বড়সড় পোস্ট করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। লাল পাড় সাদা শাড়িতে স্নিগ্ধ লাগছিল অভিনেত্রীকে।


ঠাকুরের আসনের সামনে বসেই ছবি পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন তাঁর বাড়িতে দুর্গাপুজো শুরু হওয়ার ইতিহাস। তিনি জানান, তাঁদের বাড়িতে ঘটে দুর্গাপুজো আরম্ভ করেন তাঁর মা। ২০১৫ সালে মারা যান তাঁর মা। এরপর সেই পুজোর দায়িত্ব কাঁধে তুলে নেন অভিনেত্রী নিজেই। 'মায়ের মতো তো পারি না', এই ভেবে দায়িত্ব থেকে নিষ্পত্তিও চেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত এখনও কর্তব্যে তিনি অবিচল। 


ছবি শেয়ার করে স্বস্তিকা লেখেন, 'আমাদের বাড়িতে মা ঘটে দুর্গা পুজো আরম্ভ করেন। মা আমাদের ছেড়ে চলে গেলেন ২০১৫ সালে। তারপর থেকে ঘটে পুজো করার দায়িত্বটা নিজের কাঁধে তুলেনি। কাজটা মোটেও সহজ ছিল না। এক এক সময় মনে হয়েছে ছেড়ে দিই, মায়ের মত তো পারি না কিছু করতে। তবে শিখেছি অনেক কিছু তাঁরই কাছে। সঙ্গে বাবা ছিলেন। যদিও ‘ছিলেন’ শব্দটা ব্যবহার করতে গিয়ে ওই দুজনের ওপরই আমার রাগ হয় সবচেয়ে বেশি। আবার গর্বও হয় কারণ Sab Ka Maalik Ek Hai-র হাতেখড়িটাও ওই বুড়ো বুড়ির কাছ থেকে পাওয়া।'


 






ক্যাপশন লিখতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন অভিনেত্রী। মা-বাবা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর তাঁদের অভ্যেসেই বেঁচে থাকি আমরা। তাঁদের যা কিছু আপন, সেগুলো আঁকড়ে ধরে রাখতে চাই। অভিনেত্রী লেখেন, 'ওই দুজনের চলে যাওয়ার পর থেকে ওদের অভ্যেসগুলোকে খড়কুটোর মতন ধরে রাখতে চেষ্টা করে যাচ্ছি।'


যদিও মায়ের গরদের শাড়িটা খুঁজে না পাওয়ার আফশোস তাঁর রয়েই গেল। তাই সেই কাছাকাছি একটি সাদা-লাল শাড়ি পরেন, পুজোয় বসেন। বাঙালি সাজে পোস্ট করেন ছবি।