কলকাতা: শুরু হয়ে দিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2022)। চলতি বছর সেখানে দেখানো হচ্ছে দেশ বিদেশের বেশ কিছু ছবি। আর এবছর কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), ভিক্টর বন্দ্যোপাধ্যায় অভিনীত 'আকরিক' (Akorik) ছবিটি। নির্মাতাদের পক্ষ থেকে সুখবরটি শেয়ার করা হয়েছে।


কলকাতা চলচ্চিত্র উৎসবে ঋতুপর্ণার ছবি-


সম্প্রতি বাংলা ছবি 'আকরিক' নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ২১ ডিসেম্বর বিকেল ৫টায় নজরুল তীর্থ ২-তে দেখানো হবে এই ছবি। 'আইসবার্গ ক্রিয়েশনস'-এর ছবি 'আকরিক'-এ ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্য়ায় (Victor Banerjee), অনুরাধা রায়, অঙ্গনা বসু, সুদেষ্ণা চক্রবর্তী, সুপ্রতীম রায়, জয়শ্রী অধিকারী, অনিন্দ্য সরকার, অভিষেক গঙ্গোপাধ্যায় ও শিশু শিল্পী স্বপ্নদ্বীপ অধিকারী, অঙ্কন মল্লিক। 'আকরিক' ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন তথাগত ভট্টাচার্য। এই ছবি এক ৭৫ বছরের বৃদ্ধ ও ১০ বছরের ছেলের সম্পর্কের। এই ব্যক্তি চিরকার যৌথ পরিবারের ছাতায় বড় হয়েছেন সকলের সঙ্গে মিলেমিশে। অন্যদিকে ১০ বছরের বাচ্চা ছেলেটির জীবনে মা ছাড়া কেউ নেই। সিঙ্গল মাদার তার মা। বয়স্ক ভদ্রলোক এখন তাঁর জীবনের শেষ পর্যায়ে, অসুস্থ স্ত্রীর সঙ্গে পাহাড়ের মাঝখানে একটি সুন্দর শহরে বাস করেন যেখানে ছেলেটি তার মায়ের সঙ্গে ছুটি কাটাতে আসে। সেখানেই দুই অসমবয়ী মানুষের দেখা হয়। ভিন্নভাবে বেড়ে উঠলেও এই দুই বিষম বয়সী মানুষই নিজেদের মধ্যে একটা আবেগের সম্পর্ক তৈরি করে ফেলে।



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">


আরও পড়ুন - Tina Saha: বিস্ফোরক তৃণা! কাকে 'যোগ্যতা' মনে করিয়ে দিলেন?