কলকাতা: নেট দুনিয়ায় বিস্ফোরক ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ক্ষোভ উগরে দিলেন। পাশাপাশি 'যোগ্যতা'র কথাও মনে করিয়ে দিলেন অভিনেত্রী।
তৃণা সাহার বিস্ফোরক পোস্ট-
এদিন টলিউড অভিনেত্রী তৃণা সাহা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিস্ফোরক একটি পোস্ট করেছেন। পোস্টটিতে তিনি লিখেছেন, 'সিনেমার অভিনেতা / অভিনেত্রী বা টেলিভিশনের অভিনেতা / অভিনেত্রীদের কি কোনও শ্রেণী দিয়ে ভাগ করা যায়? সকলেরই তো কাজ মানুষকে এন্টারটেনমেন্ট উপহার দেওয়া!!! সকলে নিজের নিজের স্থানে প্রতিষ্ঠিত। তবু কেম সবসময় সিনেমার থেকে টেলিভিশনকে ছোট করে দেখানো হয়? সিনেমা বা টেলিভিশনের মধ্যে দ্বন্দ্বের কোনও অবকাশ নেই। তাহলে 'সার্কাস' থেকে 'শাহরুখ' হত না।' (অপরিবর্তিত)
আরও পড়ুন - Bhagyashree: এক গাছে একাধিক উপকার! বাড়িতে এই গাছ অবশ্যই রাখার পরামর্শ ভাগ্যশ্রীর
তৃণা সাহা আরও লেখেন, 'প্রিয় সাংবাদিক মনে রাখবেন- সমালোচনা করতে যোগ্যতা লাগে না। সমালোচিত হতে যোগ্যতা লাগে।' প্রসঙ্গত, কিছুদিন আগে অনুষ্ঠিত কলকাতা চলচ্চিত্র উৎসবের (KIFF 2022) উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণা সাহা। সেখানেই হাজির ছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। কিং খানের সঙ্গে বেশ কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করে তিনি। আর তারপরই তাঁকে নিয়ে নানা কুরূচিপূর্ণ খবর ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। তৃণার সাম্প্রতিক পোস্টে যে তিনি সেই সমস্ত খবরেরই জবাব দিয়েছেন, তা আন্দাজ করা যাচ্ছে।
" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">
" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">