কলকাতা: রটারডামে ৪৭-তম চলচ্চিত্র উৎসবে বাংলা ছবি ‘জোনাকি’-র প্রিমিয়ার হল। ২৪ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ব্রাইট ফিউচার বিভাগে চারবার ছবিটি দেখানো হয় বলে জানিয়েছেন পরিচালক আদিত্যবিক্রম সেনগুপ্ত।
আদিত্যর দ্বিতীয় ছবি ‘জোনাকি’। এর আগে তিনি ‘আসা যাওয়ার মাঝে’ ছবিটি পরিচালনা করেছিলেন। সেই ছবিটি ২০১৪ সালে ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার পায়। রটারডাম থেকে এক বিবৃতিতে আদিত্য বলেছেন, ‘জোনাকির প্রিমিয়ারের জন্য এর চেয়ে ভাল জায়গা হতে পারে না। রটারডাম চলচ্চিত্র উৎসবের দর্শকরা সুগ্রাহী, অনুসন্ধিৎসু। এই কারণে প্রিমিয়ার আরও ভাল হয়েছে। এখানকার দর্শকরা শুধু বিনোদনের জন্য একটি ছবি দেখেন না, তাঁরা অভিজ্ঞতা অর্জন করতে চান।’
‘জোনাকি’ ছবির নায়ক জিম সারভ বলেছেন, ‘আদিত্যর ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার আমি দেখেছি। ও এই ধরনের ছবি করার জন্য যে ঝুঁকি নিয়েছে, সেটা অনেকেরই সাহসে কুলোবে না।’
রটারডাম চলচ্চিত্র উৎসবে বাংলা ছবি ‘জোনাকি’-র প্রিমিয়ার
Web Desk, ABP Ananda
Updated at:
05 Feb 2018 01:08 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -