কলকাতা: বেনারসি পাড়ের শাড়ি, সঙ্গে ভারি গয়না। হাসি উপচে পড়ছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের। ছবি এই ছবিতে কোনও রং নেই। সাদা কালো। নববর্ষের সকালে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করলেন অভিনেত্রী। নতুন বছরের প্রথম দিনেও ক্যাপশানে রইল বিষাদের সুর, বাবার স্মৃতি আর করোনাকালের আভাস। 


আজ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের ছবি শেয়ার করে স্বস্তিকা লেখেন, 'বাবা বলত শুভ `একলা ‘ - ১লা বৈশাখ। মজা করে বলা কথাটাই সত্যি হয়ে গেল। করোনা যেন গোটা পৃথিবীটাকে একা করে দিয়েছে। এত একা হয়ে যাওয়ার মাঝেই একটু ভাল থাকবেন। সববাই। শুভ নববর্ষ ১৪২৮।' সেইসঙ্গে নায়িকা জুড়ে দেন, ' মিষ্টিমুখ আজকে মাস্ট। আর নতুন কিছু একটা, নতুন করে ভাল থাকা হলে তো আর কথাই নেই।'


নববর্ষের স্বস্তিকার পোস্ট জুড়ে বর্তমান কঠিন পরিস্থিতির ছোঁয়া। করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন ক্রমশই ভয়াবহ হচ্ছে পরিস্থিতি, তখন সোশ্যাল মিডিয়ায় সাবধান থাকার পরামর্শ দিলেন স্বস্তিকা। বিমর্ষতা স্পষ্ট স্বস্তিকার রঙহীন ছবিতে। তবে আজকের দিনের প্রথামাফিক স্বস্তিকার হাতে দেখা গেল মিষ্টির প্লেট। মুখে রইল স্বভাবসুলভ হাসিও। বরাবরই নিজেকে খাদ্যরসিক বলেই দাবি করেন নায়িকা।



সম্প্রতি 'মোহ-মায়া' ওয়েবসিরিজ মুক্তি পেয়েছে স্বস্তিকার। অন্যদিকে নির্বাচনের আবহে সরগরম রাজ্য রাজনীতি। টলিউডের বহু তারকা যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলে। কিন্তু রাজনীতিতে নাম লেখাননি স্বস্তিকা। এই বিষয়ে এবিপি লাইভকে তিনি বলেছিলেন, ' আমি ভীষণ নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসি। আর সবার জন্য কাজ করার এত লোক.. ভিড়...। আমি এমনিতেই অনেকের জন্য অনেক কিছু করি। আমার বাবা ছোটবেলা থেকে বলেছিলেন, বাঁ হাত করলে যেন ডান হাত না জানতে পারে। যাঁরা এত দেশের দশের কাজ করছে তাঁদের জন্য আমাদের শুভেচ্ছা, আমরা যারা তিন-চারজন পড়ে থাকব, তারা বরং বেশি বেশি করে সিনেমাটাই করব। ওটা করতেই আমরা বেশি ভালোবাসি।'