কলকাতা: ফের নতুন ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনেত্রী রূকমা রায় (Rooqma Ray), দীর্ঘদিন পরে ছোটপর্দায় গুরুত্বপূর্ণ ভূমিকায় ফিরছেন অঞ্জনা বসুও (Anjana Basu)। এসভিএফ টেলিভিশনের নতুন কাজ, সান বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'রূপসাগরে মনের মানুষ' (Roopsagore Moner Manush)। ধারাবাহিকে নায়কের চরিত্র থাকলেও এখনও প্রযোজনা সংস্থার তরফ থেকে তাঁর সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। এমনকি প্রকাশ্যে আনা হয়নি তাঁর মুখও।


এই ধারাবাহিকের পরিচালনা করছেন শমীক বসু (Shamik Bose), ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন অদিতি রায় (Aditi Roy)। ৩ জুলাই থেকে সন্ধে সাড়ে আটটার স্লটে দেখা যাবে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের নাম ও গল্প তুলে ধর্মে যুগের পর যুগ ধরে চলে আসা এক প্রশ্নকে। সত্যিই কী মানুষের রূপের সঙ্গে গুণের কোনও যোগ রয়েছে? রূপ দেখে তবেই কী মনের মানুষ বেছে নেন সবাই? সেই গল্পকেই ধারাবাহিকের মোড়কে নিয়ে আসছে এই ধারাবাহিক। 


এই ধারাবাহিকের মুখ্যচরিত্রের নাম অন্নপূর্ণা। ভালবেসে তাঁকে ডাকা হয় পূর্ণা বলে। ছোটবেলা থেকেই পরিবারের মধ্যে বড় হয়েছে অন্নপূর্ণা। অপরূপা সুন্দরী সে। পড়াশোনাতেও খুব ভাল। বাবার স্বপ্নকে সত্যি করাই তাঁর একমাত্র লক্ষ্য। পড়াশোনাতেও খুব ভাল পূর্ণা। নিজের জীবনসঙ্গী হিসেবে সে এমন কাউকে চায়, যে রূপ না দেখে ভালবাসবে মানুষ পূর্ণাকে।


এই ধারাবাহিক সম্পর্কে রূকমা বলছেন, ''রূপসাগরে মনের মানুষ' ধারাবাহিকের অংশ হতে পেরে ভীষণ ভাল লাগছে। এই ধারাবাহিক সমাজ ও তার ভাবনার সামনে একটি স্বচ্ছ আয়না তুলে ধরবে। পূর্ণার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে ভীষণ লাকি বলে মনে হচ্ছে নিজেকে। সম্মানিতও। আশা করি, এই ধারাবাহিকটা একজন মানুষ সম্মান করার কথা বলবে একজন মানুষ হিসেবে। আর চেনাবে মনুষ্য়ত্বকে। 


এই ধারাবাহিক সম্পর্কে অভিনেত্রী অঞ্চনা বসু বলছেন, 'আশা করি এই শো-টা ট্রেন্ডসেটার হবে ধারাবাহিকের দুনিয়ায়। 'রূপসাগরে মনের মানুষ' ধারাবাহিকটা এই সমাজের সমস্ত ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ করে। আশা করি আমি আমার চরিত্রটার মধ্যে দিয়ে দর্শকদের মনে ছাপ ফেলতে পারব।'


 






আরও পড়ুন: Sushant Singh Rajput: সুশান্ত মৃত্যু তদন্তে নয়া মোড়, 'প্রায় সব তথ্যপ্রমাণ সংগ্রহ হয়ে গিয়েছে', জানালেন দেবেন্দ্র ফড়নবীশ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial