কলকাতা: জন্মাষ্টমীতে (Krishna Janmashtami) বিশেষ পুজোর আয়োজন হয়েছে 'ফুলকি' (Phulki)-র বাড়িতে। সেখানে সামিল বাড়ির সবাই। শুধু বাড়ির সবাই নয়, এসেছে ধারাবাহিক 'নিম ফুলের মধু' (Neem Fuler Madhu) পর্ণাও! কিন্তু যখন বাড়ির সবাই অনুষ্ঠানে মাতোয়ারা, তখনই ঘটে যায় একটা দুর্ঘটনা। বাড়ি থেকে চুরি হয়ে যায় সোনার গোপাল। কী হবে তারপর? 


ধারাবাহিক 'ফুলকি'-তে বিশেষ পর্ব অনুষ্ঠিত হবে আগামীকাল। ১ ঘণ্টার এই এপিসোড মহামিলন পর্ব বলা হচ্ছে। এই ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে.. ফুলকির জেঠুর ছাত্রী ছিল 'নিম ফুলের মধু' -র পর্ণা ওরফে আলোকপর্ণা। জেঠুর প্রিয় ছাত্রী ছিল সে। কিন্তু, গতবছর বিয়ে হয়ে যাওয়ার জন্য ওদের বাড়িতে আসতে পারেনি পর্ণা। ফুলকির শ্বশুড়বাড়ি কাঁথিতে, আর এবার, সেখানেই রওনা দিয়ে দিয়েছে পর্ণা। 


রায়চৌধুরী পরিবারে প্রত্যেক বছরই মহাসমারোহে আয়োজন হয় জন্মাষ্টমী। এই অনুষ্ঠানে, 'রোহিত' ওরফে অভিষেক বসুকে দেখা যাবে কৃষ্ণ সাজতে। আর রাধা সাজে দেখা যাবে ফুলকি ওরফে দিব্যানি মণ্ডল। কিন্তু পুজোর মধ্যেই ফুলকি হঠাৎ বুঝতে পারে, যে সোনার গোপাল পূজিত হচ্ছে, সেই মূর্তি আসল নয়, নকল। সোনার নয়, সেটি পিতলের মূর্তি। বাড়ির সবাই ভয় পায় এই অমঙ্গলের ঘটনায়। কিন্তু ফুলকিকে সাহায্য করতে হাজির হয় আলোকপর্ণা দত্ত- ওরফে পর্ণা। দুজনে মিলে একসঙ্গে খুঁজে বের করবে আসল সোনার গোপালকে। ফুলকির এই মহামিলন পর্বে রোহিত-ফুলকি-কে রাধাকৃষ্ণের বেশে সাজতেও দেখা যাবে।


আরও পড়ুন: Tarokar Mrityu: কালিম্পংয়ে ছুটি কাটাতে গিয়ে বিপদে ঋত্বিক-পার্নো, রহস্য সমাধানে রঞ্জিত মল্লিক!


 


ধারাবাহিকের গল্প অনুযায়ী,  প্রত্যেক বছরই জন্মাষ্টমীতে 'পর্ণা' (নিম ফুলের মধু) রায়চৌধুরী পরিবারে আসে। তবে গতবার বিয়ের কারণে রায়চৌধুরী বাড়ির জন্মাষ্টমী আসতে পারেনি পর্ণা,  এই বছর আসছে। সঙ্গে আসছেন রুচিরা,  চয়না আর বর্ষাকে নিয়ে। অন্যদিকে, ‘ফুলকি’-এর মহামিলন পর্বে দেখানো হবে জন্মাষ্টমীর ভোগ রান্না, গোপালের স্নান, নাচ, গান সবই দেখানো হবে।