কলকাতা: সিরিয়ালের দৃশ্য ঘিরে মন্তব্যের বন্যা সোশ্যাল মিডিয়ায়। ব্যাপারটা কি? সম্প্রতি ভাইরাল হয়েছে বাংলা সিরিয়াল ‘‌কৃষ্ণকলি’‌-র ৭০৪ নম্বর এপিসোডের একটি দৃশ্যের স্ক্রিন শট। সেখানে চিকিৎসক নায়ক নিখিলের দাদা অরুণকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।  কোমায় আচ্ছন্ন অরুণের জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন। সেখানেই মেশিনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এক জোড়া বাথরুমের স্ক্রাবার!
এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। ছিছিক্কার করছেন নেটিজেনরা। এত জনপ্রিয় একটি সিরিয়ালে এমন ভুল। প্রযোজক সুশান্ত দাস ভুল স্বীকার করে নেন সংবাদমাধ্যমের কাছে। জানান, ‘দ্রুত কাজ তুলতে অনেক সময়েই এরকম করা হয়ে থাকে, যখন প্রকৃত জিনিসের বদলে তার বিকল্প প্রপ ব্যবহার করে। এটাও সেই রকমই ছিল।’


ক্যামেরায় এমন ভাবেই স্ক্রাবার দু'টি সামনে এসেছে যে তা অতি সহজেই নজরে এসেছে দর্শকদের। আর তার পর থেকেই সোশ্যাল মিডিয়া হাসিতে উত্তাল। ছড়িয়েছে মিমের বন্যা। ছড়িয়েছে হাসির ফোয়ারা।

বাস্তবে মরণাপন্ন রোগীকে বাঁচাতে ডাক্তররা অনেক সময়েই শক থেরাপি ব্যবহার করে থাকেন যাতে ফের হৃদযন্ত্র সচল হয়। কিন্তু যে যন্ত্রের মাধ্যমে শক দেওয়া হয়, তার পরিবর্তে সিরিয়ালে ব্যবহৃত হয়েছে একজোড়া ফ্লোর স্ক্রাবার। ডাক্তারকে বলতে দেখা গিয়েছে, ‘‌আমি জানি না, উনি বাঁচবেন কি না, তবে আমরা সব রকম চেষ্টা করব।’‌ আর তারপরই দেখা যাচ্ছে শক দেওয়ার জন্য তিনি ব্যবহার করছেন স্ক্রাবার।

ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি, সিরিয়াল ইন্ডাস্ট্রি বার বার নানা সময়ে নানা উদ্ভট, অদ্ভুত অযৌক্তিক, অবৈজ্ঞানিক দৃশ্য, ঘটনা, প্রপসের আমদানি ঘটিয়ে দর্শকের মধ্যে হাসির উদ্রেক ঘটিয়েছে। ছবি নির্মাতাদের ক্রিয়াকলাপে অবাক হয়ে গিয়েছেন দর্শক। তারই সাম্প্রতিকতম উদাহরণ হিসেবে উজ্জ্বল হয়ে রইল এই স্ক্রাবার-দৃশ্য।