কলকাতা: একদিকে বড়পর্দায় যখন তাঁদের জুটিকে পছন্দ করছেন দর্শকেরা, তখন সেই জুটিকেই ফের ছোটপর্দায় ফিরিয়ে নিয়ে আসতে উদ্যোগী হল একটি প্রথম সারির চ্যানেলের নির্মাতারা। ফের ছোটপর্দায় দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) ও শোলাঙ্কি রায়ের (Solanki Roy)-এর জুটিকে। ফের সম্প্রচারিত হতে চলেছে ধারাবাহিক 'ইচ্ছেনদী' (Icchenodi)। 


চ্যানেলের তরফ থেকে ইতিমধ্যেই 'বোঝে না সে বোঝে না'-র মতো জনপ্রিয় ধারাবাহিককে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর, ফের এই চ্যানেলেরই হাত ধরে ফিরছে আরও এক পুরনো ধারাবাহিকে নস্ট্যালজিয়া। এই ধারাবাহিকেই প্রথম জুটি বেঁধেছিলেন শোলাঙ্কি ও বিক্রম। এই ধারাবাহিকে শোলাঙ্কির দিদির ভূমিকায় দেখা গিয়েছিল শ্রীতমা ভট্টাচার্য্যকে। 


প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে বিক্রম ও শোলাঙ্কির জুটির নতুন ছবি 'শহরের উষ্ণতম দিনে' (Shohorer Ushnotomo Dine)। ইতিমধ্যেই প্রশংসা পেয়েছে প্রেমের এই ছবি। এই ছবি ও দীর্ঘদিন পরে শোলাঙ্কির সঙ্গে কাজ করা নিয়ে এবিপি লাইভের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন বিক্রম। শোলাঙ্কির সঙ্গে ছোটপর্দায় বেশ জনপ্রিয় ছিল তাঁর জুটি, বড়পর্দার ক্ষেত্রেও কি কাজ করেছে সেই ম্যাজিক? বিক্রম বলছেন, ' যখন ধারাবাহিকে শোলাঙ্কির সঙ্গে কাজ করেছিলাম, ও নতুন এসেছে। বেশ একটা উড়ু উড়ু ভাব ছিল। এই ছবিতে কাজ করতে গিয়ে দেখলাম ও অনেক পরিণত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তো মানুষের অভিজ্ঞতা বাড়ে। তেমনই। '


নতুন ছবি 'শহরের উষ্ণতম দিনে'-র সাফল্য নিয়ে উচ্ছ্বসিত বিক্রম। প্রথমদিনে একাধিক শো হাউজ হয়েছে, সেই আনন্দের ছোঁয়া বিক্রমের গলাতেও। হাসিমাখা গলায় বললেন, 'প্রথম দিনেই ৩টে শো হাউসফুল। প্রচুর রিভিউ আসছে আর সবকটাই খুব পজিটিভ, ভাল। বাংলায় অনেকদিন কোনও নিখাদ প্রেমের ছবি হয়নি। ছবিটা আমাদের ভীষণ কাছের, তবে টেনশনও ছিল খুব। এই সাফল্য ভাল লাগছে। বহু মানুষ প্রথম সপ্তাহান্তেই ছবিটা দেখেছেন। আমার কেরিয়ারে এই জিনিস তো রোজ রোজ হয় না।'


আরও পড়ুন: Shah Rukh Khan: OTT-তে এখনই শাহরুখ-ঝড়! প্রায় ৪৮০ কোটি টাকায় 'জওয়ান' ও 'ডাঙ্কি'র ডিজিটাল স্বত্ব বিক্রি, খবর সূত্রের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial