কলকাতা: বর্ষশেষে বিশেষ পর্ব। ৩১ ডিসেম্বর (31 December celebration) বিশেষ পর্বের মাধ্যমে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে জি বাংলা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়'-এর (Ei Poth Jodi Na Sesh Hoy) কলাকুশলীরা। দুই ঘণ্টা ধরে চলবে এই বিশেষ পর্ব।


৩১ ডিসেম্বর 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হবে। রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে সেই পর্ব। দুই ঘণ্টা ধরে চলা পর্বে থাকবে আকর্ষণীয় সব পারফর্ম্যান্স। তবে এই বিশেষ পর্বে খানিক ট্যুইস্ট থাকবে না তা কি হয়? এদিন সরকার পরিবার মুখোমুখি হবে ডাকাতির। একইসঙ্গে দর্শক এক মধ্যবিত্ত বাঙালি পরিবারের নববর্ষ উদযাপনের খুঁটিনাটি দেখতে পাবেন। এমন এক পরিস্থিতি যেখানে পার্টির জন্য ছোটখাটো জোড়াতাপ্পি দেন পরিবারের লোকজন আর তাতেই ধারাবাহিকে একটি অনন্য অনুভূতি আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এই অনুষ্ঠান দেখে মন ভাল হবে। থাকবে গান, নাচ এবং আড্ডা। 


বর্ষবরণের এই অনুষ্ঠানে 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকের কলাকুশলীদের সঙ্গে যোগ দেবেন অন্যান্য ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরাও। থাকবেন একাধিক অন্যান্য তারকা, গায়ক, গায়িকা, নৃত্যশিল্পীরা ও অতিথিরা।


আরও পড়ুন: Bollywood Celebrities Update: 'বিশেষ' মানুষের সঙ্গে নতুন বছর উদযাপন, একসঙ্গে মুম্বই ছাড়লেন সিদ্ধার্থ-কিয়ারা


তাহলে আর কী? বর্ষশেষের রাতে 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকের বিশেষ 'জমজমাট ৩১-এর রাত' পর্ব মিস করা উচিত হবে না। এদিন পর্দার উর্মি, সাত্যকির সঙ্গে থাকবেন যমুনা, মিঠাই, অপু, পারমিতা, প্রিয়ম, ঝিলম এবং তাঁদের পরিবারের লোকজন। একইসঙ্গে গানে থাকবে কিঞ্জল, অঙ্কিতা, রথিজিৎ এবং অনুষ্কা। প্রচুর আড্ডা, মজা, গান, নাচ, হইহুল্লোড় হবে।


আরও পড়ুন: Shehnaaz Gill Video: শেহনাজের উদ্দেশে কটাক্ষ নয়, অনুরাগীদের ক্ষোভের মুখে বিবৃতি অসীম রিয়াজের