সাঙ্গলিতে নিজের রাজপরিবারের গণেশ পুজোয় হাজির বলি অভিনেত্রী, দেখুন তার কিছু ছবি
অভিনেত্রীর পুরো নাম ভাগ্যশ্রী পট্টবর্ধন। তিনি আসলে মহারাষ্ট্রের সাঙ্গলির রাজপরিবারের সন্তান। তাঁর বাবার নাম মহারাজা বিজয়সিংহ রাজে পট্টবর্ধন। ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম।
সলমন খান অভিনীত ম্যায়নে পেয়ার কিয়ার সুমন ওরফে ভাগ্যশ্রী দীর্ঘ নির্বাসনের পর ফের ফিরে এসেছেন গ্ল্যামার দুনিয়ায়। তবে ভাগ্যশ্রীর অভিনেত্রী ছাড়াও আরও একটি পরিচয় আছে।
অনেকেই জানেন না ভাগ্যশ্রীর একটি মেয়েও রয়েছে। তাঁর নাম অবন্তিকা দসানি। ছবিতে অবন্তিকার সঙ্গে ভাগ্যশ্রী
মা রোহিনীর সঙ্গে ভাগ্যশ্রী।
প্রতিবছর গণেশ চতুর্থী উপলক্ষে তাই নিজের মূলে ফিরে যান ভাগ্যশ্রী। সেখান থেকেই এবারের গণেশ পুজোর বেশ কিছু নজরকাড়া ছবি শেয়ার করলেন ভাগ্যশ্রী। আগের ছবিতে ভাগ্যশ্রীকে দেখা যাচ্ছে তাঁর বাবা মহারাজা বিজয়সিংহরাজে পট্টবর্ধনের সঙ্গে।ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম ভাগ্যশ্রী
হ্যান্ডসম পুত্র অভিমূন্য দসানির সঙ্গে ভাগ্যশ্রী
রাজপরিবারের মেয়েকে সাদা গোলাপী শাড়িতে সত্যি রাজকীয়ই লাগছে , ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম