মুম্বই: সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন সলমন খান (Salman Khan)। সম্প্রতি নেট মাধ্যমে তিনি নিজের যে ছবি পোস্ট করেছেন, তা ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে। শার্টলেস অবতারে বরাবরই সলমন খানের প্রশংসায় পঞ্চমুখ থাকেন অনুরাগীরা। কিন্তু এবার তাঁর শার্টলেস ছবি দেখে এ কী মন্তব্য অনুরাগীদের! 


সলমনের শার্টলেস ছবি দেখে মন্তব্য অনুরাগীদের-


সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজের একটি ছবি পোস্ট করেছেন বলিউড সুপারস্টার সলমন খান। ছবিতে তাঁকে শার্টলেস অবতারে দেখা যাচ্ছে। সামনেই মুক্তি পাবে তাঁর অ্যাকশন নির্ভর ছবি 'টাইগার থ্রি' (Tiger 3)। তার আগে সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি পোস্ট করে ঝড় তুললেন ভাইজান। প্রিয় অভিনেতার ছবিতে লাইক কমেন্টে ভরিয়ে দিতে সময় নেননি অনুরাগীরা। কোনও নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'টাইগার আসছেন।' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'বাঘের মতোই লুক।' কেউ আবার লিখেছেন, 'সল্লু সবাইকে চমকে দেবে।' অথবা কেউ লিখেছেন, 'কী অসাধারণ লুক।' সলমন খান ছবি পোস্ট করতেই তাতে প্রশংসামূলক কমেন্ট ভরে গেল। তাঁক নয়া লুক থেকে চোখ সরাতে পারছেন না অনুরাগীরা। তবে, কিছু অনুরাগীর কমেন্ট নজর কাড়ল নেট দুনিয়ার। তাঁরা লিখেছেন, 'ভাই তো দিন দিন হাল্ক হয়ে যাচ্ছেন।' প্রসঙ্গত, বডি বিল্ডার লুকে শার্টলেস অবতারে এদিন ছবি পোস্ট করেন সলমন খান।



আরও পড়ুন - Mini Official Trailer: মাসি-বোনঝি জুটির ভালবাসা থেকে খুনসুটি, প্রকাশ্যে 'মিনি'র ট্রেলার


সলমন খানের আগামী ছবি-


সলমন খানকে খুব শীঘ্রই দেখা যাবে 'টাইগার থ্রি' ছবিতে। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইমরান হাসমিকে। মনীশ শর্মা পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী বছর ২১ এপ্রিল। জানা গিয়েছে, হিন্দি ছাড়াও 'টাইগার থ্রি' মুক্তি পাবে তামিল ও তেলুগু ভাষায়। এছাড়াও সলমন খানের হাতে রয়েছে 'কভি ইদ কভি দিওয়ালি' ছবি। তাঁকে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানের 'পাঠান' ছবিতে। এছাড়াও দক্ষিণী তারকা চিরঞ্জীবীর সঙ্গে দক্ষিণী ছবিতে আত্মপ্রকাশ হতে চলেছে ভাইজানের।