মুম্বই: হাসপাতালে ভর্তি কমেডিয়ান ভারতী সিংহ (Laughter Queen Bharti Singh)। 'প্রচণ্ড পেটে ব্যথা' (Stomach pain) হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় ভারতীকে। গলব্লাডারে পাথর (gallbladder stone) জমা হয়েছিল, অস্ত্রোপচারের পর আপাতত কোকিলাবেন হাসপাতালে সেরে উঠছেন তিনি। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখেন তিনি, তারই মাঝে কান্নায় ভেঙে পড়তে দেখা গেল তাঁকে। কেন?
হাসপাতালে ভর্তি ভারতী সিংহ, কান্নায় ভেঙে পড়লেন কমেডিয়ান
মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে গলব্লাডার স্টোনের অস্ত্রোপচার হয়েছে কমেডিয়ান ও সঞ্চালিকা ভারতী সিংহের। প্রচণ্ড পেটে যন্ত্রণা হয় তাঁর, পরীক্ষা করে দেখা যায় পাথর জমেছে গলব্লাডারে। এরপরেই হয় অপারেশন। এই গোটা সময়টা তিনি ডকুমেন্ট করে রাখেন।
হাসপাতালের বিছানা থেকে সম্পূর্ণটা ক্যামেরাবন্দি করেন তিনি, যেখানে তাঁর সঙ্গে স্বামী হর্ষ লিম্বাচিয়াকেও দেখা যায়। নিজের ইউটিউব চ্যানেলে এই ভিডিও পোস্ট করেন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার নানা সময় ক্যামেরাবন্দি করেন তিনি। সেখানেই জানা যায়, প্রথমে পেটে ব্যথা হওয়ায় ও তা বাড়তে থাকায় তিনি ভাবেন যে বাড়াবাড়ি রকমের অ্যাসিডিটি বা ফুড পয়জনিং হয়েছে তাঁর। তবে পরবর্তীকালে দেখা যায় যে তাঁর গলব্লাডারে পাথর হয়েছে। তিনি অনুরাগীদের বলেন, 'শেষ তিন দিন ধরে ভয়ঙ্কর, অন্তহীন যন্ত্রণা'য় ছিলেন তিনি।
ভারতী সিংহের 'অসহ্যকর' যন্ত্রণার ফলে চিকিৎসকেরা তাঁকে 'লিক্যুইড ডায়েট' অর্থাৎ তরল খেতে বলেন। ঠিক করে ঘুমোতেও পারেননি তিনি, এবং সেই সঙ্গে তাঁর ২ বছরের সন্তান লক্ষ্যকে খুব মিস করছেন বলেও জানান ভারতী। ছলছল চোখে তাঁকে বলতে শোনা যায়, 'কোনও মাকে, যাঁর এত ছোট সন্তান রয়েছে, যেন তাদের থেকে দূরে বা হাসপাতালে না থাকতে হয়। হর্ষ আমাকে বলল যে ও বাড়িতে খেলা করছে আর যখন মা কোথায় জিজ্ঞেস করছে তখন ওকে বলা হচ্ছে আমি শ্যুটিংয়ে আছি! কয়েকদিনের ব্যাপার।'
আরও পড়ুন: Dev: ভোটপ্রচারে বেরিয়ে 'কপ্টার-বিভ্রাট'! যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি অবতরণ দেবের কপ্টারের
সবশেষে তাঁকে বলতে শোনা যায়, 'যেন আপনারা সকলে সর্বদা সুস্থ থাকেন, কারণ আমার ২ বছরের ছেলে আছে আর এতদিন পর্যন্ত ওকে ছাড়া আমি একরাতও কোথাও থাকিনি। বাড়িতে অনেক মানুষ আছেন, ওর ঠাকুমা-ঠাকুর্দা, মাসি-জেঠিরা, কিন্তু আমি নেই।' চোখ মুছতে মুছতে তাঁকে বলতে শোনা যায়, 'আমি খুবই দুঃখিত। আমার জন্য প্রার্থনা করুন যেন আমি দ্রুত সুস্থ হয়ে ওর কাছে যেতে পারি।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।