কলকাতা: দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন অভিনেত্রী ভারতী সিংহ (Bharti Singh)। বাবা হতে চলেছেন হর্ষ লিম্বাচিয়া (Haarsh Limbachiyaa)। সোশ্যাল মিডিয়ায় বেবিবাম্পের পোস্ট দিয়ে পরিবারে নতুন সদস্য আসার খবর শেয়ার করলেন ভারতী আর হর্ষ। ছবিতে দেখা যাচ্ছে, একটি পাহাড়ের কোলে দাঁড়িয়ে রয়েছেন হর্ষ আর ভারতী। হর্ষ পিছন দিক থেকে জড়িয়ে ধরে রয়েছেন ভারতীকে। ভারতীর বেবি বাম্প আগলে রেখেছেন হর্ষ। ভারতী পরে রয়েছেন একটি সাদা, গোলাপি হলুদে একটি পোশাক। ভারতী লিখেছেন, 'আমরা আবার অন্তঃসত্ত্বা। গণপতি বাপ্পা মোরিয়া। ঈশ্বরকে ধন্যবাদ। খুব তাড়াতাড়ি সন্তান আসছে।' অনুরাগীরা এই খবর শুনেই হর্ষ আর ভারতীকে শুভেচ্ছা জানিয়েছেন। 

হর্ষ ও ভারতীর এক সন্তান রয়েছে। পুত্রসন্তান। ভারতী রা আদর করে ছেলেকে গোলা বলেই ডাকেন। ছেলেকে নিয়ে বিভিন্ন ভ্লগ বানান ভারতী। সদ্যই ভারতী জানিয়েছিলেন লাবুবু বাড়িতে আনার পরে, তাঁর ছেলে অদ্ভুত আচরণ করছে। সেই কারণে তিনি লাবুবু পুতুলটিকে পুড়িয়ে ফেলেছিলেন। এইরকম বিভিন্ন ভ্লগ তিনি ছেলেকে নিয়ে বানাতে থাকেন। শুধু তাই নয়, ছেলেকে সবসময়েই মোবাইল ও টিভি থেকে দূরে রাখতে চান ভারতী। ছেলেকে তিনি চকোলেট পর্যন্ত দিতে চান না। তার জন্য বাড়িতেই তৈরি হয় ড্রাই ফ্রুটস দিয়ে মিষ্টি।

এর আগে দেওয়া একটি সাক্ষাৎকারে ভারতী জানিয়েছিলেন, তাঁদের ছেলে লক্ষ্য ওরফে গোলার বয়স এখন মাত্র ৩ বছর। এটাই তাঁদের দ্বিতীয়বার বাবা মা হওয়ার সঠিক সময়। দ্বিতীয়বার বাবা মা হতে চান হর্ষ ও ভারতী। শুধু তাই নয়, ভারতী জানান, তিনি চলতি বছরেই অন্তঃসত্ত্বা হতে চান কারণ তিনি মনে করেন এটাই সঠিক সময়। সুতরাং ২০২৫ সালেই যে তাঁরা সন্তানের পরিকল্পনা করছেন, এই কথা স্পষ্টভাবে জানিয়ে দেন হর্ষ ও ভারতী। তবে ভারতী যে এখনও অন্তঃসত্ত্বা নন, সেই কথাও স্পষ্ট জানিয়ে দেন। এখানেই শেষ নয়, ভারতী জানিয়ে দেন, তিনি দ্বিতীয় সন্তান হিসেবে চান কন্যাসন্তানই। 

সেই পরিকল্পনা মাফিকই দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করেছেন হর্ষ ও ভারতী। লক্ষ্মীপুজোর দিনে তাঁরা সন্তান আসার ঘোষণা করলেন। তবে তাঁদের কোল আলো করে লক্ষ্মীই আসবে কি না, সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে।