কলকাতা: যে মানুষগুলি সবসময় হাসেন, অন্যদের মুুখে হাসি ফোটান, তাঁদের জীবনেও অনেক অন্ধকার অতীত থাকে। তাঁদের অল্পবয়সেও এমন অনেক কিছু ঘটনা ঘটে যায়, সেগুলি হয়তো তাঁরা ছোটবেলায় বুঝতেও পারে না যে কী ঘটে গিয়েছে তাঁদের সঙ্গে। সদ্য নিজের জীবনের এমনই একটি তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন কমেডি কুইন ভারতী সিংহ (Bharti Singh)। একটা সময়ে তাঁর সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে, যা তিনি কখনোই ভুলতে পারেননি। অথচ তিনি বুঝতেও পারেননি যে তাঁর সঙ্গে ঠিক কী খারাপ হচ্ছে?
ভারতী জানিয়েছেন, একটা সময়ে তাঁর সঙ্গে শ্লীলতাহানি হয়েছে। তাঁকে খারাপ উদ্দেশ্য নিয়ে স্পর্শ করা হয়েছে। কিন্তু সেই সময়ে তিনি জানতেন না কোনটাকে খারাপ স্পর্শ বলে আর কোনটাকে ভাল স্পর্শ বলে। তখন তাঁর এতটা সচেতনতা ছিল না যে তিনি বুঝবেন গোটা বিষয়টা। ভারতী বলেছেন, 'কলেজে পড়ার সময় আমার কাছে একেবারে টাকা ছিল না। সেই সময়ে আমি হাসির নাটক করতাম কলেজে। সেই সময়ে আমি শ্লীলতাহানির শিকার হয়েছি। সেই সময়ে আমি বুঝতাম না কোনটা ভাল স্পর্শ কোনটা খারাপ স্পর্শ।'
কী ঘটেছিল ভারতীর সঙ্গে?
ভারতী বলেন, 'আমি কলেজ থেকে ৩ দিনের ছুটি নিতাম আর তারপরে আমি আর আমার বন্ধুরা একটা ছোট কলেজে যেতাম। ভোর ৫টার বাস ধরতাম আমরা। বাসে সবাই দুধওয়ালা থাকত। সেই সময়ে আমায় অনেক দুধওয়ালা খারাপভাবে স্পর্শ করেছে। আমি কিছুই বুঝতে পারিনি। প্রথম দেড় বছর আমি বুঝতেই পারিনি যে এটা অনুচিত। আমার মনে হত, কেউ বোধহয় পড়ে যাচ্ছে আর সেটা সামলাতে আমায় ধরছে। খারাপ স্পর্শের অর্থ আমি বুঝতেই পারতাম না। আমার মা বোনেরাও কখনও আমায় এই বিষয়ে কিছু বলেননি। তাঁরা এই নিয়ে কথা বলতে লজ্জা পেতেন। পরে যখন আমি সবটা বুঝতে পারলাম, তখন প্রতিবাদ করতাম। আমি ও অনেককে মেরেছি। তখন আমার ভিতরের প্রতিবাদী ভারতী জেগে উঠেছিল। তখন আমি বুঝতে পেরেছিলাম আমার সঙ্গে ঠিক কী কী হচ্ছে। '