প্রাক্তন স্ত্রীকে শিক্ষা দিতে নিজের দু বছরের ছেলেকে অপহরণ করলেন ভোজপুরী অভিনেতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Sep 2017 04:22 PM (IST)
নয়াদিল্লি: প্রাক্তন স্ত্রীকে শিক্ষা দিতে নিজেরই দু বছরের শিশুপুত্রকে অপহরণ করালেন বাবা। অভিযুক্ত ব্যক্তি ভোজপুরী ছবির অভিনেতা। ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মহম্মদ শাকিব নামের ওই অভিনেতা তাঁর লিভ-ইন পার্টনারের সঙ্গে যোগসাজশ করে নিজের ছেলেকে অপহরণ করায়। তারপর পুলিশকে বিভিন্ন ভুল তথ্য দিয়ে বিপথে চালিত করার চেষ্টা করেন। প্রসঙ্গত, গত ২৬ জুন, মুমতাজ দক্ষিণ-পূর্ব দিল্লির জামিয়া নগর থানায় তাঁর নাতিকে অপহরণের অভিযোগ দায়ের করেন। এরপরই শিশুপুত্রের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। সেসময়ই পুলিশের সন্দেহ গিয়ে পড়ে শাহিদের ওপর। তখন আচমকাই নিরুদ্দেশ হয়ে যান অভিযুক্ত ব্যক্তি। তবে গতকাল গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব দিল্লির বিনোদনগর থেকে শাহিদকে গ্রেফতার করে পুলিশ। তাঁর সঙ্গে ছিলেন লিভ-ইন পার্টনারও। অপহৃত শিশুকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।