নয়াদিল্লি : এর আগে কেবল মুক্তি পেয়েছিল ছবির ফার্স্ট লুক। অনেকদিন ধরেই অজয় দেবগনের ভক্তরা অপেক্ষায় ছিলেন 'ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া'-র টিজার বা ট্রেলারের। অবশেষে সেই অপেক্ষার অবসান। ডিজনি হটস্টারে মুক্তি পেল অজয় দেবগণ অভিনীত নতুন ছবি 'ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া'-র টিজার। বলিউডের একাধিক নামিদামি তারকাদের দেখা যাবে এই ছবিতে। 'ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া'-তে অভিনয় করছেন অজয় দেবগন, সঞ্জয় দত্ত, সোনাক্ষ্মী সিনহা, নোরা ফতেহি, শরদ কেলকরের মতো তারকারা। এই ছবিটি ইন্ডিয়ান এয়ারফোর্সের স্কোয়াড্রন লিডার বিজয় করনিকের জীবনের বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে।
'ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া'-র গল্পের নির্যাস যেটুকু পাওয়া যায়, তা হল, ভুজ বিমানবন্দরের ইনচার্জ ছিলেন বিজয় করনিক নামের এক ব্যক্তি। মাধপর গ্রামের প্রায় তিনশোজন মহিলাকে নিয়ে কীভাবে তিনি ভারতীয় বায়ুসেনার একটি আস্ত এয়ারবেসকে পূনঃনির্মান করেছিলেন। সেই গল্পই তুলে ধরে হয়েছে রুপোলি পর্দায়। পাশাপাশি, দেখানে হয়েছে, ভারতকে শত্রুর হাত থেকে বিজয় করনিকের রক্ষা করার রোমহর্ষক সেই ঘটনাও। বহু প্রতিক্ষিত সেই অজয় দেবগন, সঞ্জয় দত্তর ছবির টিজার অবশেষে মুক্তি পেল।
টিজারটিতে ধারাবাহিকভাবে অ্যাকশন সিক্যুয়েন্স দেখানো হয়েছে। দেশাত্মবোধ ছড়িয়ে রয়েছে টিজারের পরতে-পরতে। দেখানো হয়েছে ভুজের বাসিন্দাদের একতা। টিজারের একেবারে শেষ লগ্নে দেখা যাচ্ছে, অজয় দেবগন বলছেন, তাঁর নাম একজন সিপাহী। সোলজার। টিজার থেকে স্পষ্ট, ছবিটিকে বেঁধেছে দেশাত্ববোধের অনুভূতিই। সিরিজ এবং অজয় দেবগন ফিল্মসের এই ছবিটি প্রযোজনা করেছেন, ভূষণ কুমার, কুমার মঙ্গত পাঠক, জিনি খানুজা, ওয়াজির সিংহ এবং বানী সাংভি। ছবিটি লিখেছেন চারজন লেখক। তাঁরা হলেন, অভিষেক দুধাইয়া, রমন কুমার, রীতেশ শাহ এবং পূজা ভাবোরিয়া।
লেখার পাশাপাশি 'ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া' ছবিটি পরিচালনা করেছেন অভিষের দুধাইয়া। ডিজনি হটস্টার ভিআইপি-তেই ছবিটা রিলিজ করছে। অজয় দেবগন, সঞ্জয় দত্ত এবং সোনাক্ষ্মী সিনহা অভিনীত 'ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া' ছবিটি রিলিজ করছে আগামী ১৩ আগস্ট। বোঝাই যাচ্ছে ছবির পরিচালক এবং প্রযোজোকরা স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই দেশাত্মবোধক ছবিটি দর্শকদের দেখাতে চাইছেন।