লন্ডন: উইম্বলডনে নিজের ষষ্ঠ খেতাব জয়ের সামনে দাঁড়িয়ে নোভাক জকোভিচ। আজ আর কিছুক্ষণ পরেই উইম্বলডনের ফাইনালে ইতালির মাত্তেও বেরেত্তিনির বিরুদ্ধে খেলতে নামবেন জকোভিচ।
ফরাসি ওপেনের মঞ্চেও ২ জনের দেখা হয়েছিল। সেবারও শুরুতে পিছিয়ে গেলেও পরে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে এসেছিলেন জকোভিচ। উইম্বলডনে কয়েক দিনের ব্যবধানে ফের একবার দুজন মুখোমুখি হতে চলেছেন। এবারের উইম্বলডনে শীর্ষ বাছাই জকোভিচের বিরুদ্ধে ফাইনালে যে কঠিন লড়াই হবে, তা ভালই জানেন প্রতিযোগিতার সপ্তম বাছাই বেরেত্তিনি।
উইম্বলডন জিতলেই পুরুষদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক হয়ে যাবেন জকোভিচ। যদিও এই মুহূর্তে সেই জায়গাটায় রয়েছেন রজার ফেডেরার ও রাফায়েল নাদাল। ২ জনেরই ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম রয়েছে ঝুলিতে। জকোভিচের ঝুলিতে রয়েছে ১৯টি গ্র্যান্ড স্ল্যাম। রবিবার উইম্বলডন জিতলে ফেডেরার- রাফার সঙ্গেই একই সারিতে বসবেন জকোভিচও।
গ্র্যান্ড স্ল্যামে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলার তালিকায় সবার ওপরে রয়েছেন ফেডেরার। সংখ্যাটা ৩১। দ্বিতীয় স্থানেই রয়েছেন জকোভিচ। তিনি ৩০ বার ফাইনালে উঠেছেন। ২০১৮ সাল থেকে ১৩টি গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলে ৭ বারই চ্যাম্পিয়ন হয়েছেন জকোভিচ। এরমধ্যে রয়েছে ২টি উইম্বলডন খেতাব, ৩টি অস্ট্রেলিয়ান ওপেন, ১টি ইউএস ওপেন ও ১টি ফরাসি ওপেন।
ইতালির প্রতিযোগীর কাছেও অঘটন ঘটানোর সুযোগ থাকছে। ১৯৭৬ সালে শেষবার ইতালির টেনিস প্লেয়ার হিসেবে আদ্রিয়ানো পানাত্তা গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। সেবার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এরপর থেকে আর কোনও ইতালির টেনিস প্লেয়ার গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। সেদিক থেকে বেরেত্তিনির সামনেও কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুবর্ণ সুযোগ থাকছে। তিনি রবিবার চ্যাম্পিয়ন হলে অবশ্য ইতালির তৃতীয় টেনিস প্লেয়ার হিসেবে গ্ল্যান্ড স্ল্যাম জিতবেন।
কেরিয়ারে এই প্রথমবার একটি মাত্র সেটে হেরে উইম্বলডনের ফাইনালে উঠলেন নোভাক জকোভিচ। চলতি বছরে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেনে জয় পেয়েছেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা।