কলকাতা: বর্তমানে সিনেমা দেখার মাধ্যম বদলেছে, স্বাদ বদলেছে। বদলে গিয়েছে তারকা হওয়ার সংজ্ঞাও। বর্তমানে খুব ছোট বাজেটে একাধিক কাজ হচ্ছে বিভিন্ন ভাষায়। ইউটিউবার-রাও অনেক সময় ছোট বাজেটে বানিয়ে ফেলছেন শর্টফিল্ম বা স্বল্প দৈর্ঘ্য়ের ছবি। তেমনই একটি ছবি 'ভূতমুখী'। ইউটিউবে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্যের এই ছবি যা ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে দর্শকদের মধ্যে। ইতিমধ্যেই কয়েক লাখ মানুষ দেখে ফেলেছেন ছবিটি। সিনেমাটির লেখা ও পরিচালনার দায়িত্বে রজত রায় ও অরুণাভ মুখোপাধ্যায়। উন্মেষ গঙ্গোপাধ্যায় ও সাহেব লক্ষ্মণ ছবিটির প্রযোজক। এর মধ্যে উন্মেষ অভিনয়ও করেছেন ছবিটিতে। অন্যান্য ভূমিকায় অভিনয়ে রয়েছেন দুর্বার শর্মা, শিঞ্জিনি চক্রবর্তী ও চন্দন চট্টোপাধ্যায়।
এই গল্পের কথক হল অনাগত, যে একটি ভূত! এই চরিত্রে দেখা যাবে উন্মেষকে। সেই এই গল্পের কথক। অন্যদিকে দুই কেন্দ্রীয় চরিত্র কৃষ্ণ ও জয়া ভালবাসে একে অপরকে। কিন্তু তাদের ধর্ম ও বর্ণ আলাদা হওয়ায় তাদের গ্রামে একসঙ্গে থাকা প্রায় অসম্ভব। এই পরিস্থিতিতে কৃষ্ণ জয়াকে রাজি করায় গ্রাম থেকে পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু পালিয়ে গিয়ে কোথায় যাবে তারা। কীভাবে পরিণতি পাবে তাদের প্রেম সেই গল্পই দেখা যাবে 'ভূতমুখী' ছবিতে। উন্মেষ ইতিমধ্যেই বেশ জনপ্রিয় ইউটিউবার। তবে এই প্রথম তিনি কোনও ছবি প্রযোজনা করছেন।
এই ছবি নিয়ে শিঞ্জিনী বলছেন, ' ভূতমুখী হলো ভালোবাসা এবং স্বপ্নের জীবন ও মৃত্যুর মাঝে হারানোর বেদনাদায়ক মূল্য সম্পর্কে একটি কাহিনী। এটি লেখক পরিচালক যুগল রজত রায় এবং অরুণাভ মুখার্জি ও উন্মেষ গাঙ্গুলীর সঙ্গে আমার দ্বিতীয় ছবি। এর আগে আমি ওদের সঙ্গে 'নাগরিক' ছবিটি করেছিলাম, সেই ছবিটা দর্শকদের মধ্যে খুবই ভালো প্রতিক্রিয়া পেয়েছে। এই ছবিটার শ্যুটিং ছিল ভীষণ চাপের, খুব কম সময়ে কাজটা করতে হয়েছে। তবে টিমটা এত ভাল যে কাজ করে খুব মজা লেখেছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।