কলকাতা: গোটা সেটটাই যেন বাদ্যযন্ত্র। হাতের যাদুতে তাতেই ছন্দ তুলেছেন তবলচি বিক্রম ঘোষ। সঙ্গীতের মঞ্চে তাঁর পারফরম্যান্সে মুগ্ধ প্রতিযোগী থেকে শুরু করে বিচারকেরা।


স্টার জলসায় সম্প্রচারিত 'সুপার সিঙ্গার সিজন ৩'-র মঞ্চে প্রথম সপ্তাহেই বিশেষ অতিথি হয়ে আসছেন বিক্রম ঘোষ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁর পারফরম্যান্সের ঝলক। সেখানে দেখা যাচ্ছে, কখনও ফাঁকা মঞ্চ, কখনও প্রতিযোগীদের বসার আসন, কখনও বা সেটের সাজানো দেওয়াল, সব জায়গাতেই তবলার তালে ঝড় তুলছেন তিনি। অদ্ভুত এই পারফরম্যান্সে মেতে উঠেছেন সকলেই।


'সুপার সিঙ্গার সিজন ৩'-তে এই প্রথমবার বিচারক হিসাবে থাকছেন সোনু নিগম। শ্যুটিং ফ্লোর নাকি সবসময়ই মেতে থাকে সঞ্চালক যীশু সেনগুপ্তের খুনসুটিতে। স্টার জলসার 'সুপার সিঙ্গার' -এ বিচারকের আসনে সোনু ছাড়াও থাকছেন কুমার শানু ও কৌশিকী চক্রবর্তী। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে সেটের বিভিন্ন গল্প তুলে ধরেছিলেন বিচারকেরা। বিভিন্ন মজার গল্প বলে আসর জমালেন যীশুও। 


ধীরে ধীরে বাংলা বুঝতে শিখছেন সোনু। যীশু বলছেন, 'একদিন শ্যুটিং চলার সময় আমায় সোনুজীর স্ত্রী এসে বলেছিলেন, 'আমি ওকে কখনও এত বাংলা বলতে শুনিনি''। হাসতে হাসতে শানু যোগ করলেন, প্রথম ২ দিন নাকি সেটে চুপচাপ ছিলেন সোনু। বোঝার চেষ্টা করছিলেন সবাই কী বলছে। তারপর ধীরে ধীরে নিজেই বুঝতে পারছেন। আর কিছু বুঝতে অসুবিধা হলে শানুর থেকেই মানে জেনে নিচ্ছেন।


সোনুকে মুগ্ধ করে কলকাতার সংস্কৃতিও। বললেন, 'কলকাতায় মানুষ শিল্পের কদর করতে পারে। বাঙালিদের এই জিনিসটাই আমায় টানে সবচেয়ে বেশি। তাই যখন এই শো-এর অফার পেলাম, খুব বেশি সময় নিইনি রাজি হতে। খুব মনে হয় বাংলার সঙ্গে একটা আত্মীক যোগ রয়েছে আমার।


টলিউড ছাড়াও বলিউডে একাধিক কাজ করেছেন যীশু। বাংলা গান নিয়ে কী ভাবে বলিউড? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে যীশু বলেছিলেন, 'বাংলা সঙ্গীতের জগতে যে সব বড় বড় তারকা আছেন, তাঁদের মধ্যে অনেকেই বাঙালি। আমি বলিউডে গিয়ে দেখেছি, সবাই বাংলা সঙ্গীতের জগতকে ঠিক কতটা সম্মান করেন। আমায় কখনও আলাদা করে নিজের পরিচয় দিতে হয়নি।'