কলকাতা: মাত্র কয়েকদিনের ব্যবধানেই অকালমৃত্যু হয়েছে দুই অভিনেত্রীর। সদ্য কিছুদিন আগেই অকালে চলে গিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে (Pallavi Dey)। জনপ্রিয় একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন। আর তার মাত্র ১০ দিনের মধ্যেই চলে গেলেন আর এক মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদার। গতকাল দমদমের নাগেরবাজারের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। বিদিশা দে মজুমদারের (Bidisha Dey Majumdar) মৃত্যুরহস্য ভাবাচ্ছে পুলিশকে। ইতিমধ্যেই সামনে এসেছে তাঁর এক বান্ধবীর বক্তব্য। অভিনেত্রীর বান্ধবী এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে দিয়েছেন একাধিক বিস্ফোরক তথ্য।
বান্ধবীকে শেষ কী মেসেজ করেন বিদিশা?
এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে প্রয়াত মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদারের বান্ধবী জানান যে, মৃত্যুর আগের রাতেই তাঁকে মেসেজ করেছিলেন বিদিশা। কী লেখা ছিল সেই মেসেজে? বিদিশার বান্ধবী জানাচ্ছেন, যে যুবকের সঙ্গে গত পাঁচমাস ধরে সম্পর্কে ছিলেন বিদিশা, তাঁর সম্পর্কে একাধিক কথা লিখেছিলেন তিনি। বান্ধবী বলছেন, 'আমাকে রাত ১টা নাগাদ ও (বিদিশা) হোয়াটসঅ্যাপ করে। তাতে লেখা ছিল, 'আমি ওকে খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি থাকতে পারব না। কারও সঙ্গে ওকে আমি ভাগ করে নিতে পারব না।' ওর মেসেজ পেয়েই আমি ওকে ফোন করতে থাকি। কিন্তু ওর ফোন ওয়েটিং ছিল। ফের ভোর চারটে নাগাদ ওর সঙ্গে আমার কথা হয়। আমি জিজ্ঞাসা করি যাব কিনা। কিন্তু ও বলে এখন আসতে হবে না। সকালে আসার কথা বলে। আমি ভাবি বিকেলে দেখা করব। সন্ধেবেলাও ওর সঙ্গে আমার ফোনে দেড় ঘণ্টা কথা হয়। কিন্তু সন্ধ্যেবেলা যে সব শেষ হয়ে যাবে, তা ভাবতেও পারিনি।'
আরও পড়ুন - Mithai: পর্দার 'মিঠাই' বাস্তবে কতটা স্টাইলিশ জানেন? দেখুন ছবিগুলো
প্রসঙ্গত, গতকাল নাগেরবাজারের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ। চলছে তদন্ত। দমদমের নাগেরবাজারে ফ্ল্যাট ভাড়া করে থাকতেন। তবে আদতে তিনি কাঁকিনাড়ার বাসিন্দা। তাঁর মৃত্যুর খবরে শোকগ্রস্ত গোটা এলাকা। কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রীর মা। তাঁর মায়ের কথায়, মেয়ের সঙ্গে শেষ কথা হয়েছিল গত পরশু। সোমবারই কাঁকিনাড়া থেকে নাগেরবাজারের ফ্ল্যাটে ফিরে যান তিনি। 'আমার মেয়ে খুব সহজ ছিল। ও এমন কাজ করতেই পারে না। কারও সঙ্গে কোনও গণ্ডগোলের কথাও শুনিনি। কিছুদিন আগে অডিশন দিয়ে এসেছিল। বাবার সঙ্গে অনেক কথা শেয়ার করত, আমি রেগে যেতাম বলে আমাকে অত বলত না।'