মুম্বই: সম্প্রতি কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) 'কৌন বনেগা ক্রোড়পতি'-তে (Kaun Banega Crorepati) ১০০০ পর্ব শেষ করলেন। ৩ ডিসেম্বর সেই পর্ব দেখা যাবে পর্দায়। তাঁর এতগুলো বছরের সফর সম্পর্কে কথা বললেন অভিনেতা।
বিগ বি বলেন, 'এই বছর অনুষ্ঠানটি ১০০০টি পর্ব সম্পূর্ণ করছে, এর থেকে বেশি আনন্দের আর কিছু নেই। আমি বিশ্বাস করি এটি সবচেয়ে উদার শো এবং এটি প্রতিযোগী, শ্রোতা এবং এর সঙ্গে যুক্ত আমাদের সকলকে জ্ঞান, ধন ও সম্মান প্রদান করে চলেছে। কেবিসির প্রত্যেক সিজন আমার জন্য একটা শিক্ষা এবং এই টিম, দেশের বিভিন্ন জায়গা থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে কাজ করা আমাকে আনন্দ দেয়। আশা করচি এই অনুষ্ঠান সবসময়ের মতো সব ক্ষেত্রে ইতিহাস গড়তে থাকবে।'
শুক্রবারের বিশেষ পর্বে, হটসিটে থাকবেন শ্বেতা বচ্চন নন্দা এবং নব্যা নভেলি নন্দা। 'কেবিসি ১৩'-এর কনসালট্যান্ট সিদ্ধার্থ বসু সঞ্চালক বিগ বি সম্পর্কে জানান, অমিতাভ এ যাবৎ মোট ১ হাজার ৫৮৮ প্রতিযোগীকে দেখেছেন এবং তাঁদের মধ্যে ২৫ জন 'ক্রোড়পতি' দিয়েছেন।
সিদ্ধার্ত বলেন, 'এমন একটি 'জ্ঞান' অনুষ্ঠানের অংশ হওয়া যথেষ্ট বিরল যেটি টেলিভিশনে ইতিহাস তৈরি করেছে, একটি দেশকে রোমাঞ্চিত করে রেখেছে। তবে আরও বিরল হচ্ছে ২১ বছর ধরে টানা সেই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকা।'
এই বিশেষ পর্বটি দেখা যাবে ৩ ডিসেম্বর, সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে। সম্প্রতি সোনি টিভির ইনস্টাগ্রাম হ্য়ান্ডলে একটি পোস্ট করা হয়। সেখানে প্রতিযোগীদের এতদিন পাশে থাকার জন্য ধন্যবাদও জানানো হয়।