সেলফি তোলার সময় সতর্ক থাকুন, আর্জি বিগ বি-র
Web Desk, ABP Ananda | 06 Oct 2017 03:42 PM (IST)
ভোপাল: সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করলেন অমিতাভ বচ্চন। এই প্রেক্ষিতে সকলকে সতর্ক থাকার আর্জিও জানান বলিউড মেগাস্টার। এদিন বিগ বি বলেন, সেলফি তোলার সময় বহু মানুষ দু্র্ঘটনার কবলে পড়েন। ফলে, তাঁদের উচিত সেলফি তোলার সময় সতর্ক থাকা। তিনি যোগ করেন, যেখানেই যাই না কেন, ১০-১২টা ছবি তুলি। তা সত্ত্বেও, মনে হয়, একটা সেলফি তোলা দরকার। প্রসঙ্গত, এদিন মধ্যপ্রদেশে একটি সোনার বিপণীর উদ্বোধনে গিয়েছিলেন অমিতাভ। সঙ্গে ছিলেন অভিনেত্রী তথা স্ত্রী জয়া বচ্চন।