দিওয়ার, সুহাগ, কভি কভি, ত্রিশূল, সিলসিলা, নমক হালাল সহ বেশ কয়েকটি ছবি করেছেন অমিতাভ ও শশী। বয়সে বড় এই অভিনেতার প্রতি বরাবরই শ্রদ্ধাশীল অমিতাভ। ২০০৯ সালে ব্লগে তিনি লিখেছিলেন, ‘মুম্বইয়ে শশীজি আমাকে সবসময় সাহায্য করেছেন। আমি যখন কাজ খুঁজছিলাম, সেই সময় তিনি প্রতিষ্ঠিত অভিনেতা। আমাকে পরিচালকদের সঙ্গে আলাপ করিয়ে দিতেন।’ আজ জন্মদিনেও বলিউডের শাহেনশা বুঝিয়ে দিলেন, শশীর প্রতি তাঁর শ্রদ্ধা অটুট। শশী কপূরের জন্মদিনে শুভেচ্ছা জানালেন অমিতাভ
Web Desk, ABP Ananda | 18 Mar 2017 01:35 PM (IST)
মুম্বই: একসময় অমিতাভ বচ্চন ও শশী কপূর একসঙ্গে বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। বয়স ও অসুস্থতার জেরে আজ আর চলাফেরা করারও ক্ষমতা নেই শশীর। তবে অমিতাভ তাঁর পুরনো সহকর্মীকে ভোলেননি। আজ শশীর ৭৯-তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি। ট্যুইটারে অমিতাভ লিখেছেন, সেটে এবং সেটের বাইরে শশী কপূরের সঙ্গে তিনি বহু আকর্ষণীয় ও উত্তেজক মুহূর্ত কাটিয়েছেন। তাঁদের একসঙ্গে করা কয়েকটি বিখ্যাত ছবির কোলাজও দিয়েছেন অমিতাভ।