কলকাতা: হোস্টের সঙ্গে সঙ্গে কি বদলে যাবে বিগ বস (Big Boss)-এর ঘরের যাবতীয় নিয়ম? তেমনই ইঙ্গিত নতুন সঞ্চালক অনিল কপূরের (Anil Kapoor)। এতদিন বিগ বসের ঘরে যাঁরা আসতেন, তাঁদের ক্ষেত্রে লাগু ছিল 'নো ফোন রুল' (No Phone Rule)। অর্থাৎ প্রতিযোগীরা কেউই বিগ বসের ঘরের মধ্যে ফোন ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ বাইরের মানুষদের সঙ্গে, এমনকি পরিবারের সঙ্গেও রাখা যাবে না কোনও যোগাযোগ। এবার কি বদলাতে চলেছে সেই নিয়ম?
সদ্য বিগ বসের নতুন থিমের সঙ্গে অনুরাগীদের মোলাকত করিয়েছেন অনিল। বলা হচ্ছে, 'আব সব বদলেগা' অর্থাৎ এবার বদলে যাবে সবটা। এবারে বিগ বসের ট্যাগলাইন হল, 'থোড়া লজিক, থোড়া ম্যাজিক'। অর্থাৎ, একটু নিয়ম আর একটু ম্যাজিক। আর এই নিয়ম বদলানোর কথাতেই অনুরাগীরা মনে করছেন, এবার নির্মাতারা তুলে নিতে পারেন এই নো ফোন পলিসি। অর্থাৎ ঘরের ভিতর থেকে যোগাযোগ রাখা যেতে পারে বাইরের দুনিয়ার সঙ্গে। তবে এই কথা এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। নির্মাতাদের তরফ থেকেও কোনওরকম সিলমোহর পড়েনি। অনুরাগীরা কেবলমাত্র প্রত্যাশা করছেন যে এবার বিগ বসে সঞ্চালক বদলের সঙ্গে সঙ্গে থাকবে বেশ কিছু নতুন নিয়ম।
এই বছর 'বিগ বস'-এর সম্ভাব্য প্রতিযোগীরা হলেন, হর্ষ চোপড়া (Harshad Chopda), শেহজাদা ধামি (Shehzada Dhami), চেষ্টা ভগত (Cheshta Bhagat), নিখিল মেহতা (Nikhil Mehta), বিশাল পাণ্ডে (Vishal Pandey) ও চন্দ্রিকা দিক্ষীত (Chandrika Dixit)। এবার সলমন খানের জায়গায় বিগ বস-এর হোস্ট হিসেবে দেখা যাবে অনিল কপূর (Anli Kapoor)-কে।
আর ঠিক ২দিন পর থেকেই শুরু হচ্ছে 'বিগ বস ওটিটি'-র তৃতীয় সিজন। আর সেখানেই সঞ্চালক হিসেবে থাকবেন অনিল কপূর। শোনা যাচ্ছে, ৬৭ বছরের এই অভিনেতা, প্রত্যেক এপিসোডে ২ কোটি টাকা করে পারিশ্রমিক নিচ্ছেন। প্রতি সপ্তাহে ২ দিনের এপিসোড অর্থাৎ, সাপ্তাহিক ৪ কোটি টাকায় এই সঞ্চালনা করছেন অনিল কপূর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।