মুম্বই: অবশেষে শেষ হতে চলেছে 'বিগ বস ১৬' (Bigg Boss 16)। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল জনপ্রিয় রিয়েলিটি শোয়ের চলতি সিজন। ১৮ সপ্তাহ ধরে চলছে এই শো। শেষ সম্প্রচারিত এপিসোড পর্যন্ত দেখা গিয়েছে, ৭জন প্রতিযোগী রয়েছেন 'বিগ বস'-এর ঘরে এখনও পর্যন্ত। প্রিয়ঙ্কা চাহার চৌধুরী, নিমরিত কৌর আলুওয়ালিয়া, সুম্বুল টাকির খান, শালিন ভানোত, অর্চনা গৌতম, শিব ঠাকরে এবং এমসি স্ট্যান রয়েছেন ঘরে। অবশেষে গ্র্যান্ড ফিনালের দিন এগিয়ে এসেছে। গত সম্প্রচারিত এপিসোডেই গ্র্যান্ড ফিনালের (Bigg Boss 16 Grand Finale) দিন জানিয়ে দিলেন কর্ণ জোহর।
কবে হবে 'বিগ বস ১৬'র গ্র্যান্ড ফিনালে?
আগে জানা গিয়েছিল জানুয়ারি ২০২৩-এ শেষ হবে 'বিগ বস সিজন ১৬'। তবে, জনপ্রিয় এই রিয়েলিটি শো বাড়ানো হয় আরও কয়েকটা সপ্তাহ। সম্প্রতি 'বিগ বস ১৬'র সঞ্চালক হিসেবে 'উইকেন্ড কা ভার' এপিসোডে এসেছিলেন কর্ণ জোহর। তিনিই জানিয়ে দিলেন যে, আগামী ১২ ফেব্রুয়ারি হতে চলেছে এই শোয়ের গ্র্যান্ড ফিনালে। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, চলতি সপ্তাহেই 'বিগ বস'-এর ঘর থেকে বেরিয়ে যাবেন সুম্বুল টাকির খান। যদিও অফিশিয়ালি তেমন কোনও খবর পাওয়া যায়নি। তাহলে প্রিয়ঙ্কা চাহার চৌধুরী, শানিল ভানোত, অর্চনা গৌতম, শিব ঠাকরে, এম সি স্ট্যান, নিমরিত কৌর আলুওয়ালিয়ার মধ্যে কার মাথায় 'বিগ বস ১৬'র বিজয়ীর মুকুট উঠবে, তাই এখন দেখার।
প্রসঙ্গত, গত কয়েকটা 'উইকেন্ড কা ভার' এপিসোডে সঞ্চালক হিসেবে দেখা যায়নি সলমন খানকে। তাঁর পরিবর্তে প্রথমে সঞ্চালনা করতে দেখা যায় ফারহা খানকে। আর শেষ এপিসোডে সঞ্চালনা করলেন কর্ণ জোহর। সূত্রের খবর, 'বিগ বস ১৬' গ্র্যান্ড ফিনালেতে সঞ্চালনা করবেন সলমন খান।
আরও পড়ুন - Sidharth Kiara Wedding: সিদ্ধার্থ-কিয়ারার বিলাসবহুল বিবাহের স্থানের প্রতিদিনের খরচ কত?
অন্যদিকে, 'বিগ বস'-এর ঘর থেকে আগামী ছবির জন্য অভিনেত্রী বাছলেন একতা কপূর ও দিবাকর বন্দ্যোপাধ্যায়। বিগ বসের ঘরের প্রতিযোগীরা একে একে অডিশন দিতে থাকেন। আর সেই অডিশনে জ্যাকপটটা জিতলেন নিমরিত কৌর আলুওয়ালিয়া। সমস্ত প্রতিযোগীদের মধ্যে একতা কপূর ও দিবাকর বন্দ্যোপাধ্যায়ের সবথেকে পছন্দ হয় নিমরিতের পারফরম্যান্স। সরাসরি তাঁকে তাঁরা 'লভ সেক্স অউর ধোকা ২' ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। ২০১০ সালে মুক্তি পায় দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি 'লভ সেক্স অউর ধোকা'। ছবিটি লিখেছিলেন দিবাকর বন্দ্যোপাধ্যায় এবং কানু বহেল। তিনটি এলাদা অথচ একে অপরের সঙ্গে জড়িয়ে থাকা গল্প নিয়ে তৈরি হয় ছবিটি। সঙ্গে থাকে অনার কিলিংয়ের মতো বিষয়ও। একটি এমএমএস স্ক্যান্ডাল এবং স্টিং অপারেশন ছিল সেই গল্পতে। দর্শকদের কাছে জনপ্রিয় হয় ছবিটি। এবারও তেমনই টানটান উত্তেজনা ভরা গল্প নিয়ে আসছে সিক্যুয়েল 'লভ সেক্স অউর ধোকা ২'। ছবিতে দেখা যাবে নিমরিত কৌর আলুওয়ালিয়াকে (Nimrit Kaur Ahluwalia)। যিনি এর আগে ধারাবাহিক 'ছোটি সর্দারনি'তে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন।