মুম্বই: টেলিভিশনের জনপ্রিয় এবং বিতর্কিত রিয়েলিটি শো 'বিগ বস' (Bigg Boss)। সবথেকে বেশি সিজন সঞ্চালনা করছেন বলিউডের ভাইজান সলমন খান (Salman Khan)। 'বিগ বস' আর সলমন খান, নাম দুটি যেন সমার্থক শব্দ হয়ে গিয়েছে দর্শকদের কাছে। শীঘ্রই শুরু হতে চলেছে 'বিগ বস ১৬' (Bigg Boss 16)। তার আগে অন্দরের ছবি ফাঁস হয়ে গেল নেট দুনিয়ায়। চলতি বছর কোন থিমে দেখা যাবে এই জনপ্রিয় রিয়েলিটি শো?


নতুন থিমে সাজছে 'বিগ বস ১৬'-এর অন্দরমহল-


সম্প্রতি নেট দুনিয়ায় জনৈক নেট নাগরিকের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে 'বিগ বস'-এর অন্দরমহলের বেশ কিছু ছবি। প্রতিটি ছবিতেই দাবি করা হয়েছে যে, সেগুলি 'বিগ বস ১৬'-এর অন্দরমহলের ছবি। ছবিতে দেখা যাচ্ছে, অ্যাকোয়া স্টাইলে সেজে উঠছে বিগ বসের ঘর। সোনালী ও নীলের নানা কারুকাজে বিগ বসের ঘর যেন সমুদ্রের নিচের শোভা দিচ্ছে। যদিও 'বিগ বস' নির্মাতাদের পক্ষ থেকে কিংবা 'বিগ বস'-এর অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে এমন কোনও ছবি পোস্ট করা হয়নি। কিংবা, এই ছবির সত্যতা স্বীকার করা হয়নি।



প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা গিয়েছে যে, 'বিগ বস'-এর আসন্ন সিজনের জন্য তিনগুন পারিশ্রমিক বাড়িয়েছেন সঞ্চালক সলমন খান। গত কয়েকটি সিজনে এপিসোড পিছু তিনি যে পারিশ্রমিক নিতেন, তার থেকে চলতি বছর অনেক বেশি পারিশ্রমিক তিনি নিতে চলেছেন। এমনও শোনা যায়, পারিশ্রমিক না বাড়ালে সঞ্চালনা করবেন না বলেও জানিয়েছেন ভাইজান। এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি কবে থেকে শুরু হবে 'বিগ বস ১৬'। প্রতিযোগী হিসেবেই বা কারা থাকতে চলেছেন, সে সম্পর্কেও এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।


আরও পড়ুন - Jackie Shroff: টাইগার-দিশার ব্রেকআপ নিয়ে মুখ খুললেন জ্যাকি শ্রফ


অন্যদিকে, গত বছর থেকে শুরু হয়েছে 'বিগ বস ওটিটি'। গত বছর প্রথম সিজনে সেই শো সঞ্চালনার দায়িত্বে ছিলেন কর্ণ জোহর। কিন্তু চলতি বছর জানা গিয়েছে যে, 'বিগ বস ওটিটি সিজন ২' সঞ্চালনা করবেন না তিনি। এক্ষেত্রে নাম উঠে এসেছে বেশ কয়েকজন তারকার। উঠে এসেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খানের নামও। যদিও এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও ঘোষণা হয়নি।