মুম্বই: টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস' (Bigg Boss)। চলতি বছর এই রিয়েলিটি শোয়ের ষোলোতম (Bigg Boss 16) সিজন চলছে। প্রতিযোগীদের ঝগড়া, লড়াই, খেলার মধ্যে দিয়ে ইতিমধ্যে জমে উঠেছে চলতি সিজন। তার উপর সপ্তাহের শেষে সঞ্চালক সলমন খানের (Salman Khan) দাওয়াই। সব মিলিয়ে 'বিগ বস ১৬' দর্শকদের আলোচনার অঙ্গ হয়ে উঠেছে। কিন্তু এবার বদলে যাচ্ছে, এই রিয়েলিটি শোয়ের সম্প্রচারের সময়। বদলে যাচ্ছে দিনও। তেমনটাই ঘোষণা করলেন সলমন খান।
কখন দেখা যাবে 'বিগ বস'?
'বিগ বস'-এর চলতি সিজন শুরু হওয়ার পর থেকে সোমবার থেকে শুক্রবার রাত ১০টায় সম্প্রচারিত হত। আর উইকেন্ড কা ভার (Weekend Ka Vaar) সম্প্রচারিত হত রাত সাড়ে ৯টায়। এবার উইকেন্ড কা ভারের দিন ও সময় বদলে গেল। সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে নেট দুনিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে সঞ্চালক সলমন খান উইকেন্ড কা ভারের বদলে যাওয়া দিন ও সময় ঘোষণা করছেন। বলিউড ভাইজানকে বলতে শোনা যাচ্ছে, 'উইকেন্ডের অপেক্ষা করে থাকেন দর্শকেরা। এবার থেকে আর রাত সাড়ে ৯টায় নয়। আধঘণ্টা আগেই শুরু হয়ে যাবে উইকেন্ড কা ভার। শুক্রবার ও শনিবারের পরিবর্তে উইকেন্ড কা ভার সম্প্রচারিত হবে শনিবার ও রবিবার। বাকি এপিসোডের সময় একই তাকছে।' অর্থাৎ, এবার থেকে সোমবার থেকে শুক্রবার 'বিগ বস ১৬' দেখা যাবে রাত ১০টায়। এবং শনিবার ও রবিবার দেখা যাবে রাত ৯টায়।
আরও পড়ুন - Box Office Collection: 'ভেড়িয়া' নাকি 'দৃশ্যম ২', বক্স অফিস কালেকশনে কে কাকে টেক্কা দিল?