নয়াদিল্লি: গ্র্যান্ড ফিনালের (Grand Finale) পথে এগিয়ে চলেছে 'বিগ বস ওটিটি ২' (Bigg Boss OTT 2)। উত্তেজনার পারদ চড়ছে অনুরাগী ও দর্শকদের মধ্যেও। কার মাথায় উঠবে বিজয়ীর শিরোপা? সম্প্রতি ৪৪তম 'উইকেন্ড কা ওয়ার' (Weekend Ka Vaar) পর্বে সঞ্চালক বিভিন্ন প্রতিযোগীর সঙ্গে অনুষ্ঠানে তাঁদের আচরণ সম্পর্কে কথা বলেন এবং তাঁদের 'সঠিক পথ'-এ পরিচালনা করেন। এই পর্বের শুরুতেই দেখা যায় এমিওয়ে বান্টাইয়ের (Emiway Bantai) দুর্দান্ত পারফর্ম্যান্স। এই মনোরঞ্জনের ফলে খানিক উজ্জীবিতই হন প্রতিযোগীরা। এদিন শ্বেতা ত্রিপাঠী (Shweta Tripathi), বিজয় ভার্মার (Vijay Verma) মতো তারকারাও উপস্থিত হন অনুষ্ঠানে নিজেদের ওয়েব সিরিজ 'কালকুট'-এর প্রচারে। এসেছিলেন কমেডিয়ান ভারতী সিংহও (Bharti Singh)। তাঁর হাত ধরে বিপুল মনোরঞ্জন এবং আকর্ষণীয় টাস্ক আসে 'বিগ বস'-এর ঘরে। 


প্রতিযোগীরা একে অপরকে গান নিবেদন করেন


এমিওয়ে বান্টাই যখন 'বিগ বস ওটিটি'র বাড়ি আসেন, তখন নিয়ে আসেন মজার একটি টাস্ক। বাড়ির প্রত্যেক সদস্যকে একে অপরকে গান উৎসর্গ করতে বলা হয়। বেবিকা ধুর্ভেকে 'ভাগ ভাগ শের আয়া' গানটি ডেডিকেট করেন পূজা ভট্ট। অন্যদিকে বেবিকা 'খুদ কো সমঝতা হ্যায়' গানটি নিবেদন করেন অভিষেক মলহানকে। অভিষেক মজার ছলে 'ম্যায় খিলাড়ি তু অনাড়ি' গানটি নিবেদন করেন এলভিশ যাদবকে। মণিষা রানির জন্য 'তারিফাঁ' গানটি বেছে নেন এলভিশ। মণিষা পান 'তুম তো ঠহের পরদেসি' গানটি এবং এটি তিনি জাদ হাদিদকে নিবেদন করেন। অন্যদিকে 'হাম্পটি ডাম্পটি' গানটি মণিষাকে নিবেদন করেন জাদ। তাঁর সঙ্গে হাম্পটির তুলনা করে জাদ মজা করেন মণিষার আশা আকাঙ্ক্ষা নিয়ে। মণিষার জন্য 'ম্যায় তো হুঁ পাগল' গানটি বাছেন আসিকা ভাটিয়া। বেবিকাকে 'অ্যায়সা জখম' গানটি নিবেদন করেন অবিনাশ সচদেব। অভিষেকের জন্য জিয়া শঙ্কর বাছেন 'ছুপানা ভি নেহি আতা, দিখানা ভি নেহি আতা'। তাঁরা একসঙ্গে নাচও করেন। 


মণিষার আচরণের জন্য তাঁকে অভিষেকের 'শিক্ষা'


এই পর্বে মণিষা রানির আচরণ নিয়ে কথা বলেন অভিষেক মলহান। মণিষার অন্যদের কথা না শোনার 'অভ্যাস' নিয়েও কথা বলেন অভিষেক। এর আগের টাস্কে জাদ হাদিদ 'হাম্পটি ডাম্পটি' গানটি মণিষাকে ডেডিকেট করেন কারণ তাঁর মতে উচ্চতায় থাকতে থাকতে পতন হয়েছে মণিষার। তাঁর এই ভাবনা প্রশংসিতও হয় সঞ্চালকের মুখে। অভিষেক ও এলভিস দু'জনেই এরপর রীতিমতো বকাই দেন মণিষাকে কারণ তিনি মন দেন না কারও কথায় এবং অত্যন্ত বেশিই আত্মবিশ্বাসী। তাঁদের মতে মণিষার 'আজকের ফুটেজ আমার' মন্তব্য অত্যন্ত খারাপ এবং অপ্রাসঙ্গিক। এরপর যখন মণিষা রানিকে জেলের সাজা দেওয়া হয় তখনও তাঁরা ফের বন্ধু হিসেবে বোঝান মণিষাকে। 


জেলের সাজা পান মণিষা রানি


সলমন খান, শ্বেতা ত্রিপাঠী ও বিজয় ভার্মা একটি আকর্ষণীয় টাস্ক নিয়ে আসেন। এই টাস্ক অনুযায়ী প্রতিযোগীদের বলা হয় যে কোনও একজন যাঁদের তাঁরা 'ক্রিমিনাল' অর্থাৎ অপরাধী বলে মনে করছেন, তাঁদের নাম বলতে। অর্থাৎ কাদের বিরুদ্ধে এফআইআর করতে চান তাঁরা! বেবিকা নেন এলভিশের নাম, অন্যদিকে পূজা বেছে নেন মণিষাকে। এবার কিছু কটূ কথোপকথনের জেরে কান্নাকাটিও করেন মণিষা। বাকি সকলের ভোট মিলিয়ে সবচেয়ে বেশি মনোনয়ন পান মণিষা। ফলে জেলের সাজা পান তিনি। মণিষা কাঁদেন কারণ সকলেই তাঁকে 'নকল' বলে কটাক্ষ করেন। কিন্তু আশিকা দাঁড়ান তাঁর পাশে।


অভিষেক মলহানের থেকে আংটি পেলেন জিয়া শঙ্কর


কমেডিয়ান ভারতী সিংহও নিয়ে আসেন মজার একটি টাস্ক। ভারতী প্রত্যেক প্রতিযোগীকে ভিন্ন ভিন্ন উপহার দেন এবং তাঁদের বলেন সেই উপহার কাদের তাঁরা দিতে চান বেছে নিতে। এরপর তিনি জিয়া শঙ্করকে একটি আংটি দেন এবং বলেন যে মানুষের সঙ্গে তিনি সম্পর্কে জড়াতে চান তাঁকে ওই উপহার দিতে। জিয়া ডেকে নেন অভিষেক মলহান। দু'জনে একে অপরের দিকে এগিয়ে আসেন লাজুক মুখে। এরপর হাঁটু গেড়ে বসে জিয়ার আঙুলে আংটি পরিয়ে দেন অভিষেক। প্রত্যেকেই চমকে যান। তবে সকলেই হাততালি ও উচ্ছ্বাসে মাতিয়ে রাখেন ও তাঁদের সমর্থন করেন। 


আরও পড়ুন: 'Raktabeej': '১২ ঘণ্টা টানা ঢাক' বাজালেন 'ওঁরা', রেকর্ডিং শেষ 'রক্তবীজ' ছবির, পোস্ট করলেন শিবপ্রসাদ


'বিগ বস ভার্স' টাস্ক


'বিগ বস ওটিটি ২'-এর 'বিবি ভার্স টাস্ক'-এ অভিষেক মলহান ও অবিনাশকে 'বিবি ভার্স'-এ পাঠানো হয়। ডিম, দই ও কফির মধ্যে বাছতে বলা হয় তাঁদের। র‍্যাশনের বর্তমান সামগ্রী থেকে যে কোনও একটি ছেড়ে দিতে হবে তাঁদের এবং সেই জিনিসটি কেবলমাত্র তাঁদের দু'জনকেই দেওয়া হবে। তাছাড়া বাকি দুটো উপকরণ বাড়ির পরের র‍্যাশনে দেওয়া হবে না। তাঁরা সিদ্ধান্ত নেন ডিম বেছে নেওয়ার কুমড়োর বদলে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial