নয়াদিল্লি: সোমবার, ১৪ অগাস্ট লাইভ টেলিকাস্ট হয়েছে জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস ওটিটি ২' (Bigg Boss OTT 2)। সলমন খান (Salman Khan) সঞ্চালিত সেদিন মধ্যরাতের খানিক আগে ঘোষণা করেন বিজয়ীর নাম। নাটকীয় এই অনুষ্ঠানের প্রতি দর্শকের আগ্রহ চিরকালই প্রচুর। প্রিয় প্রতিযোগীর জন্য তাঁদের নাগাড়ে ভোটিংও সেই প্রমাণ দিয়েছে বারবার। 'বিগ বস ওটিটি ২'র বিজয়ী হয়েছেন এলভিস যাদব (Elvish Yadav)। দ্বিতীয় স্থান পেয়েছেন অভিষেক মলহান (Abhishek Malhan)। মঙ্গলবার, নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
অনুরাগীদের কাছে ক্ষমা চাইলেন অভিষেক মলহান
'বিগ বস ওটিটি ২'-র শেষ পর্বে পৌঁছেছিলেন এলভিস যাদব, অভিষেক মলহান, মণিষা রানি, বেবিকা ধুর্ভে, পূজা ভট্ট। এলভিস জেতেন এই মরশুম, দ্বিতীয় স্থান পান অভিষেক। মঙ্গলবার, দ্বিতীয় স্থানাধিকারী অভিষেক মলহান তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন যেখানে তিনি অনুরাগীদের কাছে ক্ষমা চাইছেন দ্বিতীয় স্থানে থাকার জন্য।
এই মরশুমের বিজয়ী এলভিস যাদবকে শুভেচ্ছা জানান অভিষেক। সেই সঙ্গে তিনি এও জানান যে নিজের অনুরাগীদের 'হতাশ' হতে দেখে অত্যন্ত দুঃখিত তিনি। কারণ তিনি 'বিগ বস ওটিটি ২'র শিরোপা জিততে পারেননি। তাঁর পোস্ট করা ভিডিওয় দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় আধশোয়া হয়ে রয়েছেন তিনি এবং হাসপাতালেরই পোশাক রয়েছে তাঁর পরনে। প্রসঙ্গত, অনুষ্ঠানের শেষে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পারফর্ম করতে পারেননি।
তাঁর জন্য লাগাতার ভোট করে যাওয়ার জন্য ভিডিওয় অনুরাগীদের ধন্যবাদ জানান 'ফুকরা ইনসান' ওরফে অভিষেক মলহান। এলভিসকেও শুভেচ্ছা জানান তিনি। অভিষেককে বলতে শোনা যায়, 'প্রথমেই আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই যাঁরা আমাকে ভোট করেছেন। আমি জানি যে আমি ট্রফি জিততে পারিনি, কিন্তু সকলে যে পরিমাণ ভালবাসা আমাকে দিয়েছেন মনে হচ্ছে আমি তার যোগ্যই নই। প্যান্ডা গ্যাং এবং প্রত্যেকে যাঁরা ভোট করেছেন সকলকে ধন্যবাদ।'
আরও পড়ুন: Music Video: ধারাবাহিকের পরিচিত মুখ এবার নায়কের ভূমিকায়, প্রেমের গানে দেখা যাবে 'তোপসে' আয়ুষকে
এখন কেমন আছেন অভিষেক মলহান? ভিডিওয় জানিয়েছেন সেই কথাও। নিজের স্বাস্থ্যের আপডেট দিতে গিয়ে অভিষেক বলেন, 'আমি সবেমাত্র বিগ বসের সেট থেকে ফিরেছি এবং হাসপাতালে এসেছি। প্রেসের সমস্ত সাক্ষাৎকারের অনুরোধ ফিরিয়ে দিতে হয়েছে আমি দুঃখিত। আমি যখন হাসপাতাল থেকে ছাড়া পাব, নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারব।' তিনি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে দ্রুত আরোগ্য কামনার বার্তায় ভরে ওঠে কমেন্টবক্স।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন