নয়াদিল্লি: শেষ হল জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস ওটিটি ২' (Bigg Boss OTT 2)। সঞ্চালক সলমন খান ঘোষণা করলেন বিজয়ীর নাম। সেরার শিরোপা উঠল এলভিস যাদবের (Elvish Yadav) মাথায়। পেলেন 'বিগ বস' ট্রফি (Bigg Boss Trophy) এবং নগদ ২৫ লক্ষ টাকা।
শেষ হল 'বিগ বস ওটিটি ২'
সলমন খান সঞ্চালিত 'বিগ বস ওটিটি ২' শেষ হল, এক বিশেষ পর্বের মাধ্যমে। টানটান লড়াই পর, শেষ প্রতিযোগী হিসেবে ছিলেন এলভিস যাদব, অভিষেক মলহান, বেবিকা ধুর্ভে, মণিষা রানি ও পূজা ভট্ট। এঁদের মধ্যে এলভিস যাদব পেলেন সেরার শিরোপা। মধ্যরাতের খানিক আগে বিজয়ীর নাম লাইভ ঘোষণা করেন সলমন। এলভিসের নাম যখন ঘোষণা করা হয়, তাঁর মুখ একেবারের বিবর্ণ হয়ে যায়। সুদৃশ্য ট্রফি ছাড়াও এলভিস পেলেন ২৫ লক্ষ টাকা। দ্বিতী.য় স্থানে রয়েছেন অভিষেক মলহান।
এই মরশুমের দুই অন্যতম বড় তারকা, এলভিস যাদব ও অভিষেক মলহানকে এক কঠিন লড়াইয়ের মুখে আটকে দেওয়া হয়। ফিনালের আগে সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনলাইন পোলে এলভিসকেই বিজয়ী হিসেবে দেখতে চেয়েছিল। এবারের মরশুমের অন্যান্য প্রতিযোগী ছিলেন আকাঙ্ক্ষা পুরী, সাইরাস ব্রোচা, জাড হাদিদ, আলিয়া সিদ্দিকি, পুণীত সুপারস্টার, ফলক নাজ, অবিনাশ সচদেব, পলক পুরসওয়ানি, জিয়া শঙ্কর ও আশিকা ভাটিয়া।
আজ রাত ৯টা থেকে অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালে সরাসরি দেখা গেছে জিও সিনেমায়। অনুষ্ঠানের ফাইনাল দেখানো হল সোমবার, যা সাধারণত হয় না। অন্যান্য ক্ষেত্রে এমন ধরনের অনুষ্ঠানের ফিনালে এয়ার করা হয় সপ্তাহান্তে। প্রত্যেকবারের এবারের ফিনালেতেও হাজির হয়েছিলেন অতিথিরা। আগামী কমেডি-ড্রামা ঘরানার 'ড্রিম গার্ল ২' ছবির প্রচার করতে এসেছিলেন আয়ুষ্মান খুরানা ও অনন্যা পাণ্ডে।
প্রসঙ্গত, কথা ছিল ‘বিগ বস ওটিটি ২’ অনুষ্ঠানটি চলবে ৬ সপ্তাহ ধরে। কিন্তু রিয়েলিটি শোটির ক্রমবর্ধমান দর্শক সংখ্যার কারণে সেই দিন সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়। এই ওটিটি রিয়েলিটি অনুষ্ঠানটি মূলত হিন্দি টেলিভিশন সিরিজ 'বিগ বস'-এর ওপর ভিত্তি করে তৈরি। ওটিটি অনুষ্ঠানের প্রথম সিজনের সঞ্চালনা করেছিলেন কর্ণ জোহর। টিভিতে 'বিগ বস' অনুষ্ঠানের প্রথম সিজনের সঞ্চালনা করেছিলেন অর্শদ ওয়ারসি এবং তা দেখানো শুরু হয় ২০০৬ সালের ৩ নভেম্বর। সেই থেকে এই অনুষ্ঠানের সাফল্য আকাশ ছোঁয়া। এই অনুষ্ঠানের বর্তমান সঞ্চালক বলিউড তারকা সলমন খান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন