কলকাতা: ফের ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল ভারত, বাংলাদেশ সহ একাধিক এলাকা। সোমবার রাত ৮টার পর ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪। বাংলাদেশ, ভারত, মায়ানমার এবং ভূটানের বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের এপিসেন্টার বা উৎসস্থল, চেরাপুঞ্জি থেকে ৪৯ কিলোমিটার দূরে, বাংলাদেশের সিলেটের কাছে। আরও নির্দিষ্ট করে বললে, সেখানকার কানাইঘাট থেকে ৭ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।                               


 





ভূমিকম্পের পর রাত থেকে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। কোথায়, কত ক্ষয়ক্ষতি হয়েছে, জানা যায়নি তা-ও। তবে যে তীব্রতায় কম্পন অনুভূত হয়েছে, তাতে ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সেই সম্পর্কে বিশদ তথ্য় উঠে আসতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এই ভূমিকম্পের পর, আগামী কয়েক দিনে আফটারশকের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। 


গত ৫ অগাস্ট রাতে কম্পন অনুভূত হল দিল্লিতে। আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৮। তারই প্রভাব দিল্লিতে এসে পড়ে বলে জানা গিয়েছিল। তবে কম্পন অনুভূত হলেও, ক্ষয়ক্ষতির কোনও খবর ছিল না। এর আগেও আফগানিস্তানে ভূমিকম্প হওয়ার পর, তার আঁচ এসে পড়েছিল দিল্লিতে। (Delhi Tremors) ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির ডিরেক্টর জেএল গৌতম সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, "উত্তর ভারতের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে। জম্মু ও কাশ্মীর এবং পঞ্জাবেও অনুভূত হয়েছে কম্পন।" দিল্লির পাশাপাশি রাজধানী সংলগ্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।


এর আগে গত মাসে ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ (Earthquake)। গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয় সেখানে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৯।  পোর্টব্লেয়ার সংলগ্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। তবে হতাহতের খবর ছিল না। বেশ কিছু জায়গাতেই কম্পন অনুভূত হয়েছিল। গভীর রাতেই বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন সাধারণ মানুষ (Andaman And Nicobar Islands)।              


আরও পড়ুন: Jadavpur University: প্রথম বর্ষের পড়ুয়াদের রাখা হবে নিউ বয়েজ হস্টেলে, সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের