কলকাতা: দেবীর দেবী-দর্শন। একরত্তি মেয়েকে নিয়ে দুর্গাপুজোর মণ্ডপে অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu) ও কর্ণ সিংহ গ্রোভার (Karan Singh Grover)। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। মেয়েকে উচ্ছ্বাসের সঙ্গে তিনি চেনাচ্ছেন, মেয়েকে আলাপ করাচ্ছেন বাঙালিয়ানার সঙ্গে।
সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন বিপাশা। সঙ্গে শেয়ার করে নিয়েছেন সেই ভিডিওটি। একটি সবুজ-সোনালি শাড়িতে সেজেছিলেন বিপাশা। টানটান করে বাঁধা খোঁপা, তাতে জুঁই ফুলের মাথা জড়ানো। কপালে টিপ ও কানে ভারি ঝুমকো। অন্যদিকে কর্ণ সেজেছিলেন সাদা পাজামা পাঞ্জাবিতে। ছোট্ট মেয়েকেও বেনারসি ফ্রক পরিয়ে মণ্ডপে নিয়ে এসেছিলেন বিপাশা। সেই ভিডিওতে দেখা গেল, কর্ণের কোলে রয়েছে ছোট্ট দেবী। আর বিপাশা উচ্ছ্বসিত হয়ে দেবীকে চেনাচ্ছেন দেবী দূর্গা, কার্তিক, গণেশ আর তাদের বাহনদের। বিপাশা বাঙালি। আর তাই, দুর্গাপুজো তাঁর কাছে ভীষণ বিশেষ। সেই সংস্কৃতি, উপাচারের সঙ্গে ছোট্ট দেবীকে আলাপ করিয়ে দিতে চান তিনি। আপাতত মুম্বাইবাসী হলেও, বিপাশা চান, তাঁর একরত্তি মেয়ে একাত্ম হোক বাঙালিয়ানার সঙ্গে।
সম্প্রতি, ছোট্ট দেবীর মুখেভাতেরও আয়োজন করেছিলেন বিপাশা। সেও এক্কেবারে বাঙালি রীতিতে। ছোট্ট দেবীকে সাজানো হয়েছিল লাল-সোনালি বেনারসিতে। পায়ে সোনার নূপূর, কপালে চন্দন। গায়ে সোনার গয়না, মাথায় শোলার মুকুট। মেয়েকে কোলে নিয়ে নিয়ে হাসিতে ঝলমলিয়ে উঠছেন নতুন মা। হাজির ছিলেন কর্ণও। কুর্তা, কোটে সেজেছিলেন তিনি। মেয়েকে কোলে বসিয়ে পালন করলেন যাবতীয় রীতি।
বাঙালিদের মুখেভাতে বেশ কিছু রীতি পালন করা হয়। যেমন একটি থালায় রাখা হয়, বই (সাধারণত গীতা রাখা হয়), পেন, টাকা, ধান, মাটি ও অন্যান্য জিনিস। শিশুর সামনে সেই থালা ধরা হয়, এর মধ্যে শিশু কোনও একটা বেছে নেয়। আর প্রত্যেকটিরই থাকে আলাদা আলাদা অর্থ। বিপাশার দেওয়া ভিডিওর কমেন্টে এক অনুরাগী প্রশ্ন করেছেন, দেবী কী ধরল ওই থালা থেকে? উত্তরে বিপাশা জানান, বই ধরেছে দেবী।
আরও পড়ুন: Gourab-Riddhima: দুর্গাপুজোয় একরত্তি ছেলের ছবি প্রকাশ্যে আনলেন গৌরব-ঋদ্ধিমা