নয়াদিল্লি: ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur) বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে। তবে তাঁর সদ্য প্রকাশিত সিনেমা 'Son Of Sardaar 2'-র জন্য নয়, বরং তাঁকে ঘিরে চর্চা শুরু হয়েছে তাঁর পুরনো এক মন্তব্যের জন্য। সেই ভিডিওতে নিজেকে অভিনেত্রী বিপাশা বসুর থেকে অনেক ভাল তো বলেনই, পাশাপাশি ম্রুণাল দাবি করেন বিপাশার পেশি অনেকটাই পুরুষদের মতো। এই মন্তব্যের জেরেই ম্রুণাল শিরোনামে। এবার স্বভঙ্গিমায় সেই মন্তব্যের জবাব দিলেন বিপাশা বসু (Bipasha Basu)।
বিপাশা নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে একটি পোস্ট করেন। সেই স্টোরিতে লেখা, 'শক্তিশালী মহিলারা একে অপরকে এগিয়ে যেতে সাহায্য করে। সকল সুন্দরী মহিলাদের বলছি নিজেদের পেশি গড়ে তোল। আমাদের শক্তিশালী হওয়া উচিত। পেশি তোমাদের চিরজীবনের জন্য শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য গড়তে সাহায্য করবে। মহিলাদের শারীরিকভাবে শক্তিশালী দেখানো উচিত নয়, এই জরাজীর্ণ পুরানো চিন্তাভাবনাকে ভেঙে ফেল।' এর পাশাপাশি বিপাশা হ্যাশট্যাগে, 'loveyourself' অর্থাৎ 'নিজেকে ভালবাসা' লেখেন।
এখানে কোনও অংশেই ম্রুণালের নাম না লেখা হলেও, নেটিজেনরা প্রায় সকলেই সহমত যে এই পোস্টটি ম্রুণালের মন্তব্যের পরে তাঁকে উদ্দেশ্য করেই করা। কিন্তু ঘটনাটা ঠিক কী? 'সীতা রামাম'খ্যাত অভিনেত্রী ঠিক কী এমন বলেছেন যা নিয়ে এত শোরগোল? হালে ম্রুণালের একটি পুরানো ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। সেখানে ম্রুণালকে তাঁর তৎকালীন ডেলি সোপ কুমকুম ভাগ্যের সহ-অভিনেতা অরিজিৎ তানেজার উদ্দেশে একটি মন্তব্য করতে দেখা যায়, যেখানে সরাসরি বিপাশাকে কটাক্ষ করা হয়।
ম্রুণাল সেই ভাইরাল ভিডিওতে অরিজিৎকে প্রশ্ন করেন, 'তুমি কি এমন কাউকে বিয়ে করতে চাও যার পুরুষদের মতো অনেক মাসল রয়েছে?' জবাবে ম্রুণালের সহ-অভিনেতা জানান ভাল শারীরিক গঠনের একজনকে নিজের পার্টনার হিসাবে তাঁর পছন্দ। সঙ্গে সঙ্গেই ম্রুণাল বলে উঠেন, 'যাও তাহলে গিয়ে বিপাশাকে বিয়ে কর। শোন, আমি না বিপাশা থেকে অনেক ভাল।'
ম্রুণালের এই ভিডিও নিয়ে যতই আলোচনা। নেটিজেনরা অনেকেই এই মন্তব্যের জন্য় ম্রুণালের সমালোচনায় মুখর হয়েছেন। এবার সেই নিয়ে বিপাশাও পোস্ট করলেন।