মুম্বই: আইফা অ্যাওয়ার্ড উপলক্ষ্যে আমেরিকা গিয়েছিলেন তাঁরা। অনুষ্ঠান শেষ হয়েছে কবেই। কিন্তু দেশে ফেরার নাম করছেন না বিপাশা বসু ও কর্ণ সিংহ গ্রোভার। সেখানেই দিব্যি ঘুরে ফিরে সময় কাটাচ্ছেন তাঁরা।

আর এবার সোশ্যাল মিডিয়ায় তাঁদের একটি ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করেছেন বিপাশা।



গত বছর ৩০ এপ্রিল বিয়ে করেন বিপাশা-কর্ণ।

বিপাশার হাতে এই মুহূর্তে কাজ নেই তেমন। কর্ণও মন দিয়েছেন পারিবারিক ব্যবসায়। পাশাপাশি মহা আনন্দে নিজেদের মধ্যে সময় কাটাচ্ছেন তাঁরা।