ছবি: জন্মদিনে রণবীরের সঙ্গে খোশমেজাজে দীপিকা, বিমানবন্দরেই অনুরাগীর আবদারে কাটলেন কেক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jan 2020 11:33 AM (IST)
1
সব ছবি - মানব মঙ্গলানি
2
খোশমেজাজেই ভক্তদের আবদার রাখলেন তারকা-দম্পতি।
3
কেকের টুকরো মুখে পুরে দিলেন রণবীরের।
4
নিজে হাতে খাইয়ে দিলেন তাঁকে।
5
এয়ারপোর্টেই এক অনুরাগীর অনুরোধে কাটলেন কেক।
6
রণবীরের পোশাক বরাবরের মতোই এক্সপেরিমেন্টাল। দীপিকার কমলা লম্বা জ্যাকেটও খুব নজরকাড়া।
7
আজ দীপিকা পাড়ুকোনের জন্মদিন। আজকের দিনটা রণবীরের সঙ্গেই সেলিব্রেট করবেন তিনি। বিমানবন্দরে একত্রে দেখা গেল দুজনকে।