কলকাতা: আজ জামাইষষ্ঠী (Jamai shosthi)। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে এই দিনটা রসনা তৃপ্তির। জামাইদের আদর করে এদিন পাত পেড়ে খাওয়ান শাশুড়িরা। তাই জামাইষষ্ঠী মানেই ভুরিভোজ, পাতে থাকে রকমারি পদ। 


অভিনেতা বিশ্বনাথ বসুর জামাইষষ্ঠী 


জামাইষষ্ঠীতে পাত পেড়ে খেতে বসলেন অভিনেতা বিশ্বনাথ বসু (Biswanath Basu)। কালিকাপুরে বিশ্বনাথ বসুর বাড়িতেই জামাইষষ্ঠী পালন করেন তাঁর শাশুড়ি-মা। এদিন ফল-মিষ্টি দিয়ে জলযোগ সারেন তিনি। এরপর দুপুরে মাংস-ভাত। চলেছে কব্জি ডুবিয়ে খাওয়াদাওয়া।


তবে উদযাপন কি ভুরিভোজেই থেমে থাকলে চলে? তাই এরপর রাতে সপরিবারে সিনেমা দেখতে যাবেন বিশ্বনাথ বসু। এই বিশেষ দিনে কী বললেন বিশ্বনাথ? অভিনেতার কথায়, 'আমি পার্বণ প্রিয় মানুষ একজন। এখনও বাড়িতে জিজ্ঞেস করি দশহরা হল কি না ইত্যাদি। সেই অবস্থায় দাঁড়িয়ে প্রথম থেকে আমার জীবনে যে একটা পার্বণ ছিল না সেটা হচ্ছে জামাইষষ্ঠী। লোকে যেত, আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম। তাই বিয়ের পর এই পার্বণটা বেশ আকর্ষণীয় হয়ে উঠল। সেটাই এত বছর ধরে চলছে। এই একটা দিনকে নতুন করে পাওয়া, নতুন মোড়কে পাওয়া। চেনা সম্পর্কগুলোকে আরও একবার করে ঝালিয়ে নেওয়া। এই দিনগুলোকে সেটারই একটা অবকাশ বলে মনে হয়।' কথায় কথায় প্রশংসা করলেন শাশুড়ি ও স্ত্রীয়ের হাতের রান্নার। 


আরও পড়ুন: Ismart Jodi: জিতের শো-এ জামাইষষ্ঠী স্পেশাল, স্ত্রীর জন্য কী করলেন অনীক?


অন্যদিকে জামাইষষ্ঠীর আবহে, তার আগের দিন বাজারে উপচে পড়া ভিড়। কিন্তু বাজারে গিয়ে মাথায় হাত পড়ে সাধারণ মানুষের। মাছ, মাংস থেকে, ফল, মিষ্টি, সবকিছুরই দাম আকাশছোঁয়া (Price Hike) ছিল। গতকাল কলকাতার (Kolkata News) গড়িয়াহাট বাজারে (Gariahat Market) ২ কেজি ওজনের ইলিশ বিক্রি হয় ২ হাজার টাকায়। ৮০০ থেকে ১৫০০ টাকার মধ্যে ঘোরাফেরা করেছে বাগদা চিংড়ির দাম। গলদা চিংড়ি বিক্রি হয় ৬০০ থেকে ৮০০ টাকা দরে। আবার ছোট ভেটকি মাছ বিক্রি হয় ৪০০ টাকা দরে। বড় ভেটকি ৬০০ টাকা দরে।