পার্থপ্রতিম দাস, কলকাতা: সঙ্গীতশিল্পী কে কে-র মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব। ‘কে কে-র মৃত্যুর জন্য প্রশাসন বা পুলিশকে দোষ দেওয়া উচিত নয়। তাহলে সব রাজনৈতিক সভাও বন্ধ করা উচিত। কে কে-র মৃত্যু নিয়ে বাড়াবাড়ি হচ্ছে।’ মন্তব্য তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের।


কে কে-র মৃত্যু নিয়ে কী বললেন দেব?


এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, 'গ্রামেগঞ্জে বা কোনও মলে যখন কোনও মিউজিক লঞ্চ হয়, আমার ক্ষেত্রেও, যেভাবে লোকে আসে আমারই ভয় লাগে। কিন্তু এটা একজন শিল্পীর প্রতি তাঁদের ভালবাসা। তাঁকে দেখার তাগিদ, চাহিদা। এটা সরকারের দোষ, এটা পুলিশের দোষ না কি আয়োজকদের দোষ জানি না। আমরা সবসময়েই বলি যে সরকারের দোষ। কিন্তু তা তো আসলে নয়। পুলিশ তো সারাক্ষণ গিয়ে দেখবে না যে কোথায় কত লোক এসেছে। তাহলে তো সব শো বন্ধ করে দিতে হয়। সব রাজনৈতিক সভা বা মিছিল বন্ধ করে দিতে হবে। করোনার সময়ে তো বিধিনিষেধ সত্ত্বেও প্রচুর লোক নিয়ে মিছিল হয়েছে। তাই আমার মনে হয় আওয়াজ তুললে একটামাত্র ঘটনা নিয়ে আওয়াজ তোলা উচিত না। এটা যদি ভুল হয় তাহলে সবকটা ভুল। কিন্তু আগেরগুলো যদি ঠিক হয় তাহলে এবার মনে হয় একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে।'


আরও পড়ুন: Yash Dasgupta: 'চিনে বাদাম' থেকে সরে দাঁড়ালেন যশ, কেন?


রাজ্যপালের মন্তব্য


অন্যদিকে গতকাল সঙ্গীত শিল্পী কে কে-র মৃত্যুর ঘটনায় প্রশাসনের কড়া সমালোচনা করেন রাজ্যপাল। তাঁর বক্তব্য, নজরুল মঞ্চে কত দর্শক আসবেন, তার ওপর নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল। সঙ্কটের সময় সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। পাল্টা তৃণমূলের আক্রমণ, বিজেপির সুরে কথা বলছেন রাজ্যপাল।


গানের সুরে মাতাতে কলকাতায় এসেছিলেন কে কে। কিন্তু ফিরে গেলেন নিথর হয়ে। আর তা নিয়েই তরজায় তেতে উঠেছে বঙ্গ রাজনীতি।