ট্রেন্ডিং

বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি, মাসে ৪০ লক্ষ খোরপোশ চান এই তারকা অভিনেতার স্ত্রী

‘Hera Pheri 3’ নিয়ে আইনি লড়াই শুরু, ২৫ কোটি চেয়ে পরেশকে নোটিস অক্ষয়ের, ৭ দিনের আল্টিমেটামও

বড়পর্দায় সাহিত্যের গল্প, সঙ্গে ভৌতিক ছোঁয়া! 'ভূতপূর্ব'-তে থাকছে কী কী চমক?

এপিজে আবদুল কালামের জীবন এবার বড়পর্দায়, নামভূমিকায় থাকছেন ধনুশ

'দেশের সম্মানের আগে টাকা নয়..', তুরস্ক সফর বাতিল করে সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী পায়েল ঘোষ
পর্দায় তিনি 'হ্যালো স্যার..', এবার থিয়েটারের মঞ্চে মুখ্যচরিত্রে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক!
সুশান্তের মৃত্যুতে মাদক-যোগ? খেলোয়াড়দের মতো অভিনেতা-অভিনেত্রীদেরও ডোপ টেস্ট চাই, কেন্দ্রকে চিঠি বিজেপি নেতার
নাডা হস্তক্ষেপ করে নিয়মিত সেলেব্রিটিদের ডোপ টেস্ট করাক, যারা অপরাধী প্রমাণিত হবে, তাদের ছবিতে কাজ করা থেকে দু বছরের জন্য নিষিদ্ধ করা হোক, দাবি বিজেপি নেতার
Continues below advertisement

নয়াদিল্লি: সুশান্ত সিংহ যাদবের মৃত্যুরহস্য উন্মোচনে সিবিআই তদন্ত চলছে। কাটাছেঁড়া করতে গিয়ে উঠে আসছে নানা চাঞ্চল্যকর দাবি। যেমন প্রয়াত অভিনেতার পরিবারের সদস্যদের মারাত্মক অভিযোগ, তাঁকে মাদক দিতেন বান্ধবী রিয়া চক্রবর্তী, যা তাঁর মর্মান্তিক পরিণতি ডেকে এনেছে। এবার এই প্রেক্ষাপটেই উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা তথা রাজ্যের ভোপাল গ্যাস ট্র্যাজেডি ও পুনর্বাসন মন্ত্রী বিশ্বাস সারঙ্গ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকরকে চিঠি লিখে দাবি করলেন, খেলোয়াড়দের মতো ফিল্মি দুনিয়ার অভিনেতা-অভিনেত্রী, সেলেব্রিটিদেরও ডোপিং টেস্ট করাতে হবে নিয়মিত।
বিজেপি নেতার যু্ক্তি, দেশের যুবসমাজ আজকাল এই তারকা, নামী নায়ক-নায়িকাদের নিজেদের আইকন মনে করেন, তাঁদের পোশাক পরার স্টাইল থেকে সব কিছু অনুসরণ করেন। ওঁদের লাইফস্টাইলও মেনে চলার চেষ্টা করেন অনেকে। চিঠিতে মিডিয়ায় বলিউডে ক্রমবর্ধমান ড্রাগ পার্টির খবরের দিকে কেন্দ্রীয় মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করা হয়েছে, সুশান্তের মৃত্যুর মামলার সঙ্গে যে ড্রাগ পার্টির সংযোগের কথা উঠছে, তারও উল্লেখ রয়েছে। বিজেপি নেতার অভিমত, যুবসমাজও এভাবে মাদকের প্রতি আকৃ্ষ্ট হচ্ছে, খারাপ প্রভাব পড়ছে তাদের ওপর। খেলোয়াড়দের যেভাবে বিশ্ব ডোপিং-বিরোধী সংগঠন (ওয়াডা) বা জাতীয় ডোপিং-বিরোধী সংগঠন (নাডা)-এর মাধ্যমে ডোপ টেস্ট করাতে হয়, সেভাবেই ফিল্ম দুনিয়ায় মাদকের নেশা দূর করতে কলাকুশলীদেরও পরীক্ষা করানো হোক। ফিল্মি তারকাদের জন্যও ডোপ টেস্ট বাধ্যতামূলক করে নিয়ম চালু করতে হবে। নাডা হস্তক্ষেপ করে নিয়মিত সেলেব্রিটিদের ডোপ টেস্ট করাক, যারা অপরাধী প্রমাণিত হবে, তাদের ছবিতে কাজ করা থেকে দু বছরের জন্য নিষিদ্ধ করা হোক।
Continues below advertisement
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে