এই 'দুঃসময়ে' জোধপুরে সলমনের পাশে ছিলেন যাঁরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Apr 2018 04:34 PM (IST)
1
১৯৯৮ সালে সলমন, সইফ আলি খান, তব্বু, নীলম ও সোনালি বেন্দ্রে হম সাথ সাথ হ্যায় সিনেমার শ্যুটিং করতে এসেছিলেন। এই সময়ই তাঁদের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ উঠেছিল। ২০ বছর পর এই মামলায় রায় বেরোল। সলমন ছাড়া বাকি অভিযুক্তরা রেহাই পেয়েছেন।
2
খান পরিবারের যে কোনও উদ্বেগজনক মুহুর্তেই সলমনের পাশে থাকেন দুই বোন এবং শেরা।
3
সঙ্গে ছিলেন ছায়ার মতো ঘিরে থাকা বডি গার্ড শেরাও।
4
তাঁর পাশে ছিলেন দুই বোন অর্পিতা ও আলভিরা। তাঁরাও সলমনের সঙ্গেই গতকাল জোধপুরে আসেন।
5
গতকাল সন্ধেতেই জোধপুরে পৌঁছে গিয়েছিলেন সলমন।
6
কৃষ্ণসার হরিণ শিকার মামলায় জোধপুর আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন সলমন। পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে তাঁর।
7
জীবনে আরও এক সমস্যাসঙ্কুল পর্বে বলিউড অভিনেতা সলমন খান।