মুম্বই : রাস্তা চওড়া করা হবে। তাই অমিতাভ বচ্চনের প্রতীক্ষা বাংলোর একাংশ ভেঙে ফেলা হবে। ২০১৭ সালের এই বিজ্ঞপ্তি অনুযায়ী কাজ করতে চলেছে বৃহন্মুম্বই পুরনিগম। এই মর্মে বচ্চন পরিবারকে নোটিস পাঠিয়েছে বিএমসি। তাতে বলা হয়েছে, সন্ত নয়নেশ্বর মার্গ রোডের সম্প্রসারণের জন্য তাঁদের প্রতীক্ষা বাংলোর একটা অংশ নেওয়া হবে।


বিএমসি-র তরফে মুম্বই সাবআর্বান কালেক্টর সিটি সার্ভের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের বলা হয়েছে, রাস্তা চওড়া করতে বাংলোর অংশ মাপজোখ করতে। প্রসঙ্গত, সন্ত নয়নেশ্বর মার্গ চন্দন সিনেমা এরিয়াকে ইস্কন মন্দিরগামী লিঙ্ক রোড পর্যন্ত সংযুক্ত করেছে।


আইনজীবী তথা পুর কাউন্সিলর টিউলিপ ব্রায়েন মিরান্ডা সংবাদ সংস্থা ANI-কে বলেন, বলিউডের অভিনেতা বাদে কেন অন্য সব বাড়ির ক্ষেত্রে কাজ শেষ করে ফেলেছে বিএমসি ? মূল প্রকল্পটিই থেমে আছে।


তিনি বলেন, রাস্তা সম্প্রসারণ নীতি অনুযায়ী ২০১৭ সালে অভিনেতা অমিতাভ বচ্চনকে নোটিস পাঠিয়েছিল বিএমসি। বচ্চনের বাংলো সংলগ্ন দেওয়ালের জায়গা নেওয়া হয়েছে। নিকাশির ব্যবস্থা করা হয়েছে। কিন্তু, বচ্চনের বাড়িকে স্পর্শ করা হয়নি। নোটিস ইস্যু হওয়া সত্ত্বেও, কেন জায়গা নেওয়া হয়নি ? এটা সাধারণ মানুষের জায়গা। পুর আইনের ২৯৯ ধারায় এখনই তা গ্রহণ করা উচিত। নোটিস অনুযায়ী, এক সেকেন্ডও অপেক্ষা করার দরকার নেই।


তাঁর সংযোজন, আমি ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বিএমসি-কে লিখেছিলাম। কিন্তু, কোনও উত্তর পাইনি। তাই ওয়ার্ড অফিসারের সঙ্গে ফোনে কথা বলি। কমিশনারকেও চিঠি লিখেছিলাম। কিন্তু, একটাও উত্তর পাইনি। এটা খুব প্রয়োজনীয় একটা প্রকল্প। কারণ, ওখানে দুটি স্কুল, একটি হাসপাতাল, ইস্কন মন্দির এবং স্মৃতিসৌধ আছে। শুধুমাত্র অমিতাভ বচ্চনের বাংলো আছে বলে রাস্তা সম্প্রসারণের কাজ হঠাৎ করে থেমে গেল। ফেব্রুয়ারিতে আমি বিক্ষোভ দেখাতে শুরু করি। আমি খুশি যে, নির্দেশ না মানলে যখন আমি লোকাযুক্তয় যাওয়ার কথা বললাম, তার পর থেকেই পুনরায় কাজ শুরু করা হয়।