কলকাতা: 'নমস্কার...এক মিনিট', ছোট্ট এই শব্দদুটো শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দিয়েছিল 'কাহানি' ছবির দর্শকদের। এই সংলাপ যার, তিনি 'বব বিশ্বাস', পেশায় একজন ভাড়াটে খুনি। মোটা ফ্রেমের চশমা আর পরিপাটি আঁচড়ানো চুল দেখে বিন্দুমাত্র আঁচ করা যায় না, যে কোনও মুহূর্তে ব্যাগ থেকে বন্দুক বের করে ঠাণ্ডাভাবে খুন করে দিতে পারেন তিনি। এই চরিত্রের হাত ধরেই বলিউডে নিজের জায়গা পাকা করে ফেলেছিলেন শ্বাশত চট্টোপাধ্যায়। ৯ বছর পর সেই 'কাহানি'-র পরিচালকের নতুন ছবির গল্পই আবর্তিত হবে 'বব বিশ্বাস'-এর চরিত্রকে ঘিরে। তবে শ্বাশত নয়, এই চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন (Abhishek Bacchan)। 


শ্বাশত না অভিষেক, এই দুই অভিনেতার তুল্লমুল্ল বিচারে যখন সরগরম নেটপাড়া, তখন এই সমস্ত কিছু দেখে দূরে মুম্বইতে শ্যুটিংয়ের কাজে ব্যস্ত শ্বাশত চট্টোপাধ্যায়। এবিপি আনন্দের তরফ থেকে ফোন করা হলে, স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায় জানান, অভিনেতার সঙ্গে যোগাযোগ করা কার্যত অসম্ভব। নেটফ্লিক্সের একটি সিরিজের শ্যুটিং-এ ব্যস্ত তিনি। বব বিশ্বাসকে নিয়ে প্রশ্ন করা হলে মহুয়ার স্পষ্ট উত্তর, 'বব বিশ্বাস ছবির বিষয়ে আমাদের কিছু বলার নেই। গোটাটাই সুজয়দা (সুজয় ঘোষ)-এর কাজ। উনি যাঁকে ভালো মনে করেছে, তাঁকেই বব বিশ্বাস হিসেবে বেছে নিয়েছেন। অভিষেক বচ্চনকে নতুন ছবির জন্য অনেক শুভেচ্ছা। আশা করি দর্শকের ওনার অভিনয় ভালো লাগবে।'


ইতমধ্যেই মুক্তি পেয়েছে নতুন ছবি 'বব বিশ্বাস'-এর ট্রেলার। ছেলেকে পর্দায় দেখে উচ্ছসিত হতে ট্যুইটও করেছিলেন শাহেনশা অমিতাভ বচ্চন।  টুইট করে লিখেছেন, ‘তোমাকে নিজের ছেলে বলতে আমার গর্ব হয়।’ ২ মিনিট ৩৯ সেকেন্ডের ট্রেলার জুড়ে ফুটে উঠেছে ছবির বিভিন্ন পরত। থ্রিলার গল্প হিসাবে 'বব বিশ্বাস'-এর ইউএসপিই হচ্ছে তাঁর অভিনয়। 'বব বিশ্বাস'-এর গল্প মুক্তি পাবে জি ফাইভে। এই ছবিতে রয়েছেন দিতিপ্রিয়া রায়। এটিই তাঁর প্রথম বলিউড ছবি হতে চলেছে।