নয়াদিল্লি: বিনোদন জগতে আবারও শোকের ছায়া। আবারও হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন এক শিল্পী। মালয়লম ছবির জনপ্রিয় পরিচালক সিদ্দিকি (Director Siddique Passes Away) ত্যাগ করলেন শেষ নিঃশ্বাস। ৭ অগাস্ট সোমবার, হৃদরোগে (cardiac arrest) আক্রান্ত হলে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩।
প্রয়াত পরিচালক সিদ্দিকি
সোমবার, ৭ অগাস্ট, দুপুর ৩টে নাগাদ আচমকা হৃদরোগে আক্রান্ত হলে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় পরিচালক সিদ্দিকিকে। সঙ্কটজনক অবস্থায় ছিলেন তিনি। হাসপাতালেই ৮ অগাস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
সোমবার চিকিৎসার জন্য পরিচালককে কোচির অমৃতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হৃদরোগে আক্রান্ত হওয়ার আগে তাঁর নিউমোনিয়া ও লিভার সংক্রান্ত রোগের চিকিৎসা চলছিল। চিকিৎসার জন্য তাঁকে এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন (ECMO) মেশিনের সাপোর্টে রাখা হয়। সিদ্দিকির চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়। ৮ অগাস্ট তাঁর স্বাস্থ্যের অবস্থা দেখে চিকিৎসার পরবর্তী ধাপ কী হবে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল ডাক্তারদের।
প্রসঙ্গত, সিদ্দিকি মালয়লম ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ পরিচিত নাম। এছাড়া তিনি হিন্দিতে সলমন খানের অত্যন্ত জনপ্রিয় ছবি 'বডিগার্ড'ও পরিচালনা করেছিলেন। ১৯৮৯ সালে তাঁর মালয়লম ছবি 'রামজি রাও স্পিকিং' তাঁকে বিশেষ খ্যাতি এনে দেয়। তাঁর সর্বশেষ কাজ ছিল 'বিগ ব্রাদার'।
পরিচালকের প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রখ্যাত অভিনেতা দুলকর সলমন। শোক প্রকাশ করেন অতুল অগ্নিহোত্রীও।
প্রসঙ্গত, সোমবারই খবর মেলে কন্নড় অভিনেতা বিজয় রাঘবেন্দ্রর (Vijay Raghavendra) স্ত্রী স্পন্দনা রাঘবেন্দ্র (Spandana Raghavendra Death)-এর মৃত্যুর। ব্যাঙ্ককে পরিবারের সঙ্গে থাকাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতা বিজয় রাঘবেন্দ্রর স্ত্রীয়ের। সূত্রের খবর, তিনি কেনাকাটা করতে বেরিয়েছিলেন। সেই সময়েই হঠাৎ শরীর খারাপ লাগতে থাকে তাঁর এবং বুকে ব্যথা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাতেও শেষরক্ষা হয়নি।
আরও পড়ুন: Oppenheimer: 'ওপেনাইমার' ছবিতে বাড়তি আর কোনও দৃশ্য নেই, বলছেন কিলিয়ান মার্ফি
এছাড়া, ২৯ অক্টোবর, ২০২১ সালে, হৃদরোগে আক্রান্ত হয়েই আকস্মিক মৃত্যুর খবর মেলে কন্নড় তারকা পুণীত রাজকুমারের। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। সকালের দিকে বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শুরু করে দেওয়া হয় চিকিৎসাও। কিন্তু সবরকমের চেষ্টা ব্যর্থ করেই জীবনযুদ্ধের লড়াই থামে অভিনেতার। তাঁর মৃত্যুতে দুঃখে ভেঙে পড়ে গোটা ইন্ডাস্ট্রি থেকে অনুরাগীরাও। ফের একই ধরনের ঘটনায় চিন্তা বাড়ছে সকলেরই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন